Advertisement
Advertisement

অবলীলায় ৫০টিরও বেশি দেশের রাজধানী বলে দিচ্ছে ১৭ মাসের দুধের শিশু

ভাইরাল ভিডিও।

Amazing, at 17 months Aanav Jayakar knows over 50 World Capitals
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 12, 2017 11:06 am
  • Updated:March 12, 2017 11:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলায় স্কুলে ভূগোলের ক্লাসে অনেকেরই ভয় থাকত। এই বুঝি টিচার অমুক দেশের রাজধানীর নাম জিজ্ঞেস করেন, তমুক শহর কোন দেশে অবস্থিত তা জিজ্ঞেস করেন। শুধু ছোটবেলা কেন, অনেক বড় বয়স পর্যন্ত সেই ভীতি পিছু তাড়া করত। পড়াশোনার পাঠ চুকিয়ে অনেকেই নিস্তার পেয়েছেন ভূগোলের ‘করাল’ দৃষ্টি থেকে। কিন্তু ভাবুন তো, এক দুধের শিশু চোখের নিমেষে অনর্গল বলে দিচ্ছে একের পর এক দেশের রাজধানীর নাম। অনেকে বুড়ো বয়সেও হোঁচট খান। সেখানে এক ১৭ মাসের শিশু যা করছে তা দেখলে সবাই লজ্জা পেয়ে যাবেন।

(হোলিতে মাতলেন অ্যাসিড আক্রান্তরা)

অনভ জয়াকর নামে এমনই এক ১৭ মাসের শিশুর কীর্তি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয় দেখা যাচ্ছে, ওই শিশু চেক প্রজাতন্ত্র, পর্তুগাল, ইরান, এমনকী জর্ডনের মতো দেশেরও রাজধানী হাসির ছলে বলে দিচ্ছে। সবে বুলি ফুটেছে, তাতেই আধো আধো ভাবে অবলীলায় এমন শক্ত শক্ত নাম বলে দিচ্ছে সে।

Advertisement

(উত্তরপ্রদেশ নির্বাচনের ফল টের পাবে পাকিস্তান, বাংলাদেশও)

ইতিমধ্যেই ফেসবুকে এই ভিডিওটি ৬৫ হাজার ভিউ ছাড়িয়েছে। ৭৭৩টি শেয়ার ও ১৩০০ লাইক পড়েছে। সঙ্গের ভিডিওটি দেখুন আর আপনিও আওড়ান রাজধানীগুলির নাম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement