Advertisement
Advertisement

মোদি সরকার স্বৈরাচারী, নোট বাতিলে কড়া প্রতিক্রিয়া অমর্ত্য সেনের

নোবেলজয়ীর অভিযোগ, সরকারের এক তুঘলকি সিদ্ধান্তে লক্ষ লক্ষ মানুষ নিজেদের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন৷

Amartya Sen slams Modi government for demonetisation move
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 27, 2016 11:30 am
  • Updated:November 27, 2016 11:30 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে  নরেন্দ্র মোদি সরকারের সমালোচনায় এবার সরব হলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদি সরকারকে ‘স্বৈরাচারী’ বলে উল্লেখ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ৷

এদিন অমর্ত্য সংবাদমাধ্যমকে বলেন, “শুধুমাত্র একটি স্বৈরাচারী সরকারই সাধারণ মানুষকে এভাবে বিপাকে ফেলতে পারে৷ সরকারের এক তুঘলকি সিদ্ধান্তে লক্ষ লক্ষ মানুষ তাঁদের নিজেদের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন৷ অকারণেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের৷ যেভাবে হঠাৎই নোট বাতিল করা হয়েছে, তা স্বৈরাচারী পদক্ষেপ ছাড়া কিছু নয়৷ এক ঝটকায় যেভাবে দেশের সব মানুষকে কালো টাকার কারবারি বলা হল তা ঠিক নয়৷”

Advertisement

সরকারের তরফে দাবি করা হয়, এই সিদ্ধান্তের জেরে দীর্ঘ মেয়াদে দেশের অর্থনীতি চাঙ্গা হবে৷ কিন্তু অমর্ত্য এদিন পাল্টা প্রশ্ন তোলেন, এই সিদ্ধান্তে কীভাবে দেশের মঙ্গল হবে?  বরং বিদেশ থেকে কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতির মতোই এটা আরও একটা ব্যর্থ পদক্ষেপ হতে পারে বলে তাঁর অনুমান৷

তিনি এও বলেন, যাঁদের কালো টাকা আছে তাঁদের এই সিদ্ধান্তে কিছু যায় আসে না৷ বরং অসুবিধা ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকেই৷ কেন্দ্রের দাবি ছিল, ভবিষ্যতে ভাল ফল পেতে হলে বর্তমানে একটু যন্ত্রণা সহ্য করতে হয়৷ সরকারের এই দাবির পরিপ্রেক্ষিতে অমর্ত্য বলেন, “ভাল নীতি অনেক সময় যন্ত্রণাদায়ক হয় ঠিকই, কিন্তু যন্ত্রণাদায়ক পরিস্থিতিই যে শুধুমাত্র ভাল নীতির কারণে হয় তা নয়৷”  উল্লেখ্য, এর আগে অর্থনীতিবিদ কৌশিক বসুও সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement