Advertisement
Advertisement

Breaking News

‘নোট বাতিল সাহসী পরীক্ষা, এমন প্রধানমন্ত্রী পেয়ে গর্বিত’

নোট বাতিলে সপা যখন বিপাকে পড়বে বলে ধরে নেওয়া হচ্ছে তখন অমর সিংয়ের এহেন উক্তি নানা জল্পনার জন্ম দিচ্ছে৷

Amar Singh Says Demonetisation courageous experiment and he is proud to have such PM
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 26, 2016 2:31 pm
  • Updated:November 26, 2016 2:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দল নোট বাতিলের বিরোধিতা করেছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে দেখা গিয়েছে তাঁর দলের সাসংদকে৷ কিন্তু তিনি বরাবরই হটকে৷ আর তাই সমাজবাদী পার্টির মত ছাপিয়েই প্রধানমন্ত্রীর খোলা প্রশংসা করলেন অমর সিং৷ জানালেন, নোট বাতিলের সিদ্ধান্ত সাহসী পরীক্ষার নমুনা৷ এমন প্রধানমন্ত্রী পেয়ে তিনি গর্বিত৷

সমালোচকদের অনেকে প্রধানমন্ত্রীকে একহাত নিয়ে বলছিলেন, উত্তরপ্রদেশ নির্বাচনকে পাখির চোখ করেই নেওয়া নোট বাতিলের সিদ্ধান্ত৷amar-singh পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ হিসেবেই এটিকে দেখছিলেন অনেকে৷ এমনিতেই ঘরোয়া কোন্দলে বিপর্যস্ত ছিল যাদব বংশ৷ তার উপর এই সিদ্ধান্তে ঘোর বিপাকে পড়বে সপা৷ মমতা বন্দ্যোপাধ্যায় যন্তরমন্তরে ধরনায় বসলে, পাশে দেখা গিয়েছিল সপার রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনকেও৷ কিন্তু এদিন সপা-রই অন্যতম সদস্যের মুখে শোনা গেল ভিন্নসুর৷ স্পষ্টতই মোদির সিদ্ধান্তের প্রশংসা করলেন তিনি৷ অবশ্য ইতি গজ করে জানিয়ে দিলেন, এ তাঁর ব্যক্তিগত মাত্র, দলীয় সিদ্ধান্ত নয়৷

Advertisement

অবশ্য যেভাবে বাতিলের পর সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে তার জন্য সরকারের সমালোচনাও করেন তিনি৷ এমনকী নোট বাতিলের জেরে বিভিন্ন কোম্পানিতে কর্মীছাঁটাই হচ্ছে বলে সরকারকে একপ্রস্থ দোষারোপও করেন৷ তবে এই সিদ্ধান্ত বেআইনি সম্পদের মালিকদের যেভাবে বিপাকে ফেলেছে, তাতে মোদির প্রশংসাই করেন তিনি৷

তবে তাঁর এই মন্তব্য সহজভাবে নিচ্ছে না রাজনৈতিক মহল৷ সপা-র গোষ্ঠীদ্বন্দ্বের অন্যতম ভরকেন্দ্র ছিলেন তিনি৷ একদিকে মুলায়ম সিংয়ের ক্ষমার হাত ছিল তাঁর মাথায়৷ অন্যদিকে অখিলেশ গোষ্ঠী ছিল ঘোর বিরোধী৷ এদিকে আসন্ন নির্বাচনের মুখ অখিলেশই৷ নোট বাতিলে সপা যখন বিপাকে পড়বে বলে ধরে নেওয়া হচ্ছে তখন অমর সিংয়ের এহেন উক্তি নানা জল্পনার জন্ম দিচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement