সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস (Congress) নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) তাঁকে কথা দিয়েছিলেন। মাঝে ১৮ বছর কেটে গেলেও কথা রাখা হল না। “আমি কম যোগ্য ছিলাম?” রাজ্যসভার (Rajya Sabha) টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী-কংগ্রেস নেত্রী নাগমা (Nagma)। রবিবার রাজ্যসভা ভোটের ১০ প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস। আর সোমবার টুইট করে ক্ষোভ প্রকাশ করেন নাগমা।
শুধু নাগমা নয়, গতকাল রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণার পর একাধিক কংগ্রেস নেতা ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই ভেবেছিলেন তাঁরা এবার প্রার্থী হবেন। কেউ কেউ আবার অপ্রত্যাশিত ভাবে প্রার্থী নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে দলের অন্দরে অশান্তির বাতাবরণ।
উল্লেখ্য, আগামী ১০ জুন রাজ্যসভার ভোট। তার আগে রবিবার ১০ প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস। সেখানে নাম নেই মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নাগমার। মহারাষ্ট্র থেকে কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী করা হয়েছে আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ইমরান প্রফতাগিরিকে। যদিও নাগমার ধারণা ছিল তিনিই এবার ওই রাজ্য থেকে রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন।
এই বিষয়ে সোমবার ক্ষোভ উগরে দেন একাকালের বলি নায়িকা। নাগমা টুইট করেন, “২০০৩/০৪ সালে যখন কংগ্রেসে যোগ দিয়েছিলাম, সোনিয়াজি ব্যক্তিগত ভাবে কথা দিয়েছিলেন, আমাকে দলের হয়ে রাজ্যসভায় পাঠানো হবে। মাঝে ১৮ বছর কেটে গিয়েছে, আমাকে সুযোগ দিতে পারলেন না ওরা। মহারাষ্ট্র থেকে ইমরানকে রাজ্যসভার প্রার্থী করা হল। আমার প্রশ্ন হল, আমি কম যোগ্য ছিলাম?
উল্লেখ্য, রাজস্থান থেকে দলের রাজ্যসভা প্রার্থী করা হয়েছে রণদীপ সূরযেওয়ালা, মুকুল ওয়াসনিক ও প্রমোদ তিওয়ারিকে। যদিও তাঁরা কেউ রাজস্থানের নন। এই বিষয়ে টুইট করে ক্ষোভের কথা জানিয়েছেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক সন্যাম লোধা। তিনি লেখেন, “কংগ্রেসকে জবাব দিতে হবে কেন রাজস্থানের কোনও নেতা বা কর্মীকে রাজ্যসভা ভোটের প্রার্থী করা হল না?”
নাগমার টুইটের কিছু পরে টুইট করেন আরেক কংগ্রেস নেতা পবন খেরা। তিনি রাজস্থানের বাসিন্দা হওয়া সত্বেও তাঁকে টিকিটি না দিয়ে কেন সূরযেওয়ালা, ওয়াসনিক ও প্রমোদ তিওয়ারিকে প্রার্থী করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আক্ষেপের সুরে লেখেন, “নিশ্চয়ই আমার তপস্যায় ভুল ছিল!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.