Advertisement
Advertisement
SBI

নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ করল স্টেট ব্যাংক, চেনেন SBI-এর এই শীর্ষকর্তাকে?

মোট চারজন MD একসঙ্গে কাজ করবেন স্টেট ব্যাংকে।

Alok Kumar Choudhary appointed as new MD of SBI | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 8, 2022 2:56 pm
  • Updated:June 8, 2022 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থনীতিতে কঠিন সময়। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে লাগাতার রেপো রেট বাড়াতে হচ্ছে রিজার্ভ ব্যাংককে। এই কঠিন সময়ের মধ্যেই দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ করল কেন্দ্র। SBI-এর নতুন MD হচ্ছেন অলোক কুমার চৌধুরী। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি তাঁর নামে ছাড়পত্র দিয়েছে। ৭ জুন থেকেই স্টেট ব্যাংকের এমডি হিসাবে কাজ শুরু করে দিয়েছেন অলোক কুমার চৌধুরী।

Alok Kumar Choudhary appointed as new MD of SBI

Advertisement

অলোক কুমার চৌধুরী (Alok Kumar Choudhary) প্রায় সাড়ে ৩ দশক ধরে স্টেট ব্যাংকের সঙ্গে যুক্ত। ১৯৮৭ সালে স্টেট ব্যাংকের ছোট পদমর্যাদার কর্মী হিসাবে যোগ দেন তিনি। এতদিন ব্যাংকের ডেপুটি এমডি ছিলেন অলোক। অশ্বিনি ভাটিয়ার জায়গায় ম্যানেজিং ডিরেক্টরের পদে আসছেন তিনি। অশ্বিনি ভাটিয়া সদ্যই SEBI’র ফুল টাইম সদস্য নিযুক্ত হয়েছেন। অলোক এমডি পদে আসায় স্টেট ব্যাংকের MD সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।

[আরও পড়ুন: ‘নেত্রীর ভাষণে গর্বিত হোন’, হজরতকে নিয়ে মন্তব্যে নুপূর শর্মাকে সমর্থন নেদারল্যান্ডের নেতার]

রিটেল ব্যাংকিংয়ের (Retail Banking) এমডি পদে রয়েছেন সিএস শেট্টি। ব্যাংকের চাপযুক্ত সম্পত্তি বা স্ট্রেসড অ্যাসেটের দায়িত্বে আছেন স্বামীনাথন জানকিরমণ, আন্তর্জাতিক ব্যাংকিংয়ের এমডি হিসাবে কাজ করছেন অশ্বিনি কুমার তিওয়ারি। সেই সঙ্গে খুচরো ব্যবসা এবং ঋণদাতাদের নজরদারির দায়িত্ব নেবেন। এই চারজন এমডি কাজ করবেন স্টেট ব্যাংকের ডিরেক্টর দীনেশ কুমার খাঁড়ার অধীনে কাজ করবেন।

[আরও পড়ুন: কয়লা সংকটে জেরবার রেলও, জ্বালানির অভাবে বাতিল ১৯০০ ট্রেন]

দায়িত্ব নিয়েই কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে অলোকবাবুকে। জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধির জেরে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য চরমে পৌঁছে গিয়েছে। যা নিয়ন্ত্রণ করতে রিজার্ভ ব্যাংককে মাত্র মাসখানেকের মধ্যে দু’বার রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক। RBI-এর সঙ্গে তাল মিলিয়ে স্টেট ব্যাংক সুদ বাড়াবে নাকি গ্রাহকদের কথা ভেবে আগের হারেই সুদ নেবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ব্যাংকের শীর্ষ আধিকারিকদের। সেই সিদ্ধান্ত বাড়তি গুরুত্ব পেতে চলেছে অলোক কুমার চৌধুরীর মতামত।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement