Advertisement
Advertisement
Manipur

মণিপুরে বিজেপির ধাক্কা, বিরেন সিংয়ের সরকার থেকে সমর্থন প্রত্যাহার এনডিএ শরিকের

মণিপুরে আরও ১০ কোম্পানি আধাসেনা পাঠাচ্ছে কেন্দ্র।

Ally of BJP withdraws support form Manipur government, central hikes security personnel | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:August 6, 2023 8:52 pm
  • Updated:August 6, 2023 8:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসাবিধ্বস্ত মণিপুরে (Manipur) বড়সড় ধাক্কা খেল বিজেপি (BJP)। মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের (N Biren Singh) সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল এনডিএ শরিক কুকি পিপলস অ্যালায়েন্স। রাজ্যপালের কাছে চিঠি দিয়ে নিজেদের সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছেন দলের প্রেসিডেন্ট তংম্যাং হাওকিপ। অন্যদিকে, রবিবারই অগ্নিগর্ভ মণিপুরে আরও ৯০০ জন নিরাপত্তাবাহিনীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

প্রায় তিনমাস ধরে জাতি সংঘর্ষের আগুনে জ্বলছে গোটা মণিপুর। প্রতিদিনই সেরাজ্যে মৃতের সংখ্যা বাড়ছে। একে অপরের উপর হামলা চালাচ্ছে রাজ্যের দুই জাতি-কুকি ও মেতেই। এহেন পরিস্থিতিতে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের ভূমিকা। চাপের মুখে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েও একেবারে শেষ মুহূর্তে তা প্রত্যাহার করেছিলেন তিনি। এবার নিজের সরকারের অভ্যন্তরেই বিশাল চাপের মুখে পড়লেন বিজেপির মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: বাংলার তাঁতে বাংলার মেয়ে, মসলিনের উপর মমতাকে ফুটিয়ে তুললেন তাঁতশিল্পী]

জানা গিয়েছে, রবিবারই মণিপুরের রাজ্যপাল অনসূয়া উইকের কাছে চিঠি দেন কুকি পিপলস অ্যালায়েন্সের প্রেসিডেন্ট হাওকিপ। সাফ জানিয়ে দেন, বিরেন সিংয়ের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে তাঁদের দল। চিঠিতে লেখা হয়েছে, “বর্তমান পরিস্থিতি খুব গভীরভাবে খতিয়ে দেখেছি। আমাদের ধারণা, এন বিরেন সিংয়ের সরকারকে সমর্থন করে আর কোনও ফল মিলবে না। তাই সরকারের প্রতি আমাদের সমর্থন প্রত্যাহার করে নিচ্ছি।” প্রসঙ্গত, এই দল থেকে দু’জন বিধায়ক রয়েছেন মণিপুরের সরকারে।

এনডিএ শরিকের কাছে ধাক্কা খাওয়ার পরেই মণিপুরের নিরাপত্তা আরও বাড়াল কেন্দ্র সরকার। জানা গিয়েছে, আরও ১০ কোম্পানি আধা সেনা পাঠানো হচ্ছে সেরাজ্যে। গত ৩ মে মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রায় ৪০ হাজার আধা সামরিক বাহিনী পাঠানো হয়েছিল। কিন্তু একাধিকবার তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এহেন পরিস্থিতিতে মণিপুরে শান্তি ফেরাতে আধা সামরিক বাহিনীর উপরেই আস্থা রাখছে প্রশাসন।

[আরও পড়ুন: ‘ছেলে তো ফিরবে না, ওর বাবা অন্তত ফিরুক’, স্বামীর অপেক্ষায় কান্নায় ভাসছেন মৃত সৌরনীলের মা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement