Advertisement
Advertisement

Breaking News

তিন তালাক অসাংবিধানিক, মুসলিম ল’ বোর্ডকে তোপ আদালতের

মুসলিম সম্প্রদায়ের মহিলাদের স্বাধিকারভঙ্গ করছে এই তিন তালাক৷

Allahabad High Court terms Triple Talaq 'unconstitutional'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 8, 2016 12:47 pm
  • Updated:January 12, 2017 12:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন তালাক অসাংবিধানিক৷ মুসলিম সম্প্রদায়ের মহিলাদের স্বাধিকারভঙ্গ করছে এই তিন তালাক৷ বৃহস্পতিবার এই কথা জানিয়ে দিল এলাহাবাদ হাই কোর্ট৷ শুধু তাই নয়, মুসলিম ল’ বোর্ডকে তোপ দেগে নিয়ে আদালতের বক্তব্য, কোনও বোর্ড সংবিধানের উর্ধ্বে নয়৷ মুসলিম ল’ বোর্ড নিজের মতো করে আইন তৈরি করতে পারে না৷

এদিন একটি মামলার প্রেক্ষিতে এমনই সিদ্ধান্ত জানায় এলাহাবাদ হাই কোর্ট৷ প্রসঙ্গত, কিছুদিন আগে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু করা কথা ঘোষণা করে কেন্দ্র৷ এতেই বেজায় খেপে যায় দেশের একাধিক ইসলাম ধর্মাবলম্বী সংগঠন৷ অল ইন্ডিয়া মুসলিম ল’ বোর্ড কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে ওঠে৷ অভিন্ন দেওয়ানি বিধি বাতিল করার প্রস্তাব দেন বোর্ডের হোতারা৷ এমনকি, কংগ্রেস-সহ বাম ও ডানপন্থী রাজনৈতিক দলগুলিও দেশ জুড়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়৷ তখন পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, জোর করে কোনও আইন নির্দিষ্ট কোনও ধর্মের উপর চাপিয়ে দেওয়া হবে না৷ এমনকী কোনও ধর্মীয় আচারেও সরকার হস্তক্ষেপ করবে না বলেই জানান তিনি৷ কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু তখন জানান, অভিন্ন দেওয়ানি বিধি চালু করার আগে জনমত নেবে সরকার৷ এরপর বিভিন্ন আদালতে তিন তালাকের বিরোধিতায় মামলা দায়ের হয় যা কেন্দ্রকে বাড়তি অক্সিজেন দেয়৷ তবে এলাহাবাদ হাই কোর্টের এই মন্তব্যে কার্যত ব্যাকফুটে মুসলিম ল’ বোর্ড৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement