Advertisement
Advertisement
Krishna Janmabhoomi Case

হিন্দুদের ১৮ মামলা গৃহীত, কৃষ্ণ জন্মভূমি নিয়ে মুসলিমপক্ষের আবেদন খারিজ হাই কোর্টে

বারাণসীর জ্ঞানবাপী মসজিদের মতো মথুরা শাহি ইদগাহেও রয়েছে ‘হিন্দুত্বের প্রমাণ’, দাবি হিন্দুত্ববাদীদের।

Allahabad High Court rejects Muslim side's plea on Krishna Janmabhoomi Case
Published by: Kishore Ghosh
  • Posted:August 1, 2024 4:01 pm
  • Updated:August 1, 2024 4:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির তথা শাহি ইদগাহ মসজিদ মামলায় এলাহাবাদ হাই কোর্টে (Allahabad High Court) ধাক্কা খেল মুসলিমপক্ষ। ১৩.৩৭ একর জমি থেকে মসজিদ সরানোর দাবিতে মোট ১৮টি মামলা করেছিল হিন্দুপক্ষ। ওই মামলাগুলির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছিল মুসলিমপক্ষ। সেই মামলাই বৃহস্পতিবার খারিজ করল হাই কোর্ট।

মামলার রায়দানের কথা ছিল ৬ জুন। দু’মাস পর এদিন রায় দিলেন বিচারপতি মৈনাক কমার জৈনের বেঞ্চ। আদালত জানিয়েছে, ১৮টি মামলাই শুনানিযোগ্য। বিচারপতির বেঞ্চ বলেছে, হিন্দু উপাসক সম্প্রদায়ের দায়ের করা মামলাগুলি সীমাবদ্ধতা আইন (১৯৬৩) বা উপাসনার স্থান আইনের (১৯৯১) অধীনে নিষিদ্ধ নয়। উল্লেখ্য, মুসলিমপক্ষের হয়ে আবেদন করেছিলেন তসলিমা আজিজ আহমেদ। হিন্দুপক্ষ প্রথম থেকে দাবি করে এসেছে, সরকারি রেকর্ডে শাহি ঈদগাহ মসজিদের কোনও সম্পত্তি নেই। মামলার পরবর্তী শুনানি ১২ আগস্ট।

Advertisement

 

[আরও পড়ুন: লক্ষ্য-সিন্ধুদের হাত ধরে ব্যাডমিন্টনে পদকের হ্যাটট্রিকের লক্ষ্যে ভারত, স্বপ্নপূরণ করবে প্যারিস?

অভিযোগ, ঔরঙ্গজেবের নির্দেশে ১৬৬৯ থেকে ১৬৭০ সালে তৈরি করা হয়েছিল শাহি ইদগাহ মসজিদ। কাটরা কেশবদাস মন্দিরের ১৩.৩৭ একর জমিতেই যা তৈরি হয়। সেই জমির মালিকানা নিয়ে বিবাদের জেরেই প্রথমে গত বছরের সমীক্ষার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট। হিন্দুত্ববাদীদের দাবি, বারাণসীর জ্ঞানবাপী মসজিদের মতো মথুরা শাহি ইদগাহেও রয়েছে ‘হিন্দুত্বের প্রমাণ’। সেগুলির সমীক্ষা এবং ভিডিওগ্রাফির দাবি ঘিরে মামলাও এলাহাবাদ হাই কোর্টের বিচারাধীন। 

 

[আরও পড়ুন: বেআইনিভাবে ছবি ব্যবহার, অলিম্পিকে পদক জিতেই ২ ডজন সংস্থাকে আইনি নোটিস মনুর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement