সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের কাঁধেই এবার মাওবাদী দমনের গুরুদায়িত্ব তুলে দিল প্রশাসন৷ বস্তারে বড়সড় সিদ্ধান্ত নিল ছত্তিশগড় পুলিশ৷ এবার বস্তার ও দান্তেওয়াড়ায় মহিলা কমান্ডো টিম মোতায়েন করল রাজ্য প্রশাসন। এই প্রথমবার কোনও মাওবাদী প্রবণ এলাকায় মহিলাদের মোতায়েন করা হল৷ ৩০ সদস্যের ওই প্রমীলা বাহিনীর নাম ‘দান্তেশ্বরী ফাইটার্স৷’
জঙ্গল-পাহাড়ে ঘেরা ছত্তিশগড়৷ প্রায়শই সেখানে মাওবাদী হামলা লেগেই থাকে৷ প্রাণহানিও নতুন কিছু নয়৷ সবচেয়ে বেশি মাওবাদী হামলার খবর পাওয়া যায় দান্তেওয়াড়া এবং বস্তারে৷ সেই বস্তারেই এবার পুরুষের বদলে থাকবেন মহিলা কমান্ডোরা৷ প্রমীলা বাহিনীর কাঁধে মাওবাদীদের মোকাবিলার দায়িত্ব৷ ৩০ সদস্যের ওই প্রমীলা বাহিনীর নাম ‘দান্তেশ্বরী ফাইটার্স’। টিমের দায়িত্বে রয়েছেন ডিএসপি দীনেশ্বরী নন্দা। গত বছর রাজ্যের তরুণ-তরুণীদের নিয়ে একটি বাহিনী গড়েছিল সিআরপিএফ। সেই টিমকে বলা হত ‘বস্তারিয়া ব্যাটেলিয়ন’। তাদের প্রশিক্ষণ শেষ হয়ে গিয়েছে। ‘দান্তেশ্বরী ফাইটার্স’-এর ওই ৩০জন কমান্ডো এসেছেন ওই বস্তারিয়া ব্যাটেলিয়ন থেকেই। ওই বাহিনীতে রয়েছে ৫জন আত্মসমর্পণকারী মহিলা মাওবাদীও। এখানেই কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজটা করতে চাইছে প্রশাসন৷ দান্তেওয়াড়া ও বস্তারের মতো মাওবাদী অধ্যুষিত এলাকায় মহিলা কমান্ডো মোতায়েন করায় অবাক অনেকেই।
রাজ্য প্রশাসন সূত্রে খবর, ওইসব কমান্ডোদের জঙ্গলে যুদ্ধের কড়া প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিভিন্ন কায়দায় মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে সিদ্ধহস্ত ‘দান্তেশ্বরী ফাইটার্স’ বাহিনী। দেওয়া হয়েছে সব ধরনের আধুনিক অস্ত্র চালানোর প্রশিক্ষণও৷ এছাড়াও বাইক চালানো থেকে শুরু করে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারেও অভ্যস্ত ওই প্রমীলা বাহিনী৷ তবে এমন মাওবাদী প্রবণ এলাকায় মহিলা কমান্ডো মোতায়েনের ঘটনা যে নজিরবিহীন তা বলাই যায়৷ যদিও আইজি বিবেকানন্দ সিনহার আশা, পুরুষ কমান্ডোদের মতোই মাওদমনে সফলভাবেই কাজ করবে প্রমীলা বাহিনী৷
Chhattisgarh: A 30-member all women Anti-Naxal Commando Unit called ‘Danteshwari Ladake’ has been deployed in naxal-affected areas of Bastar & Dantewada. The unit includes 10 surrendered women Naxals. pic.twitter.com/95ktzjmOSf
— ANI (@ANI) May 13, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.