ছবি: প্রতীকী
দেশের করোনা সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লক্ষ ০৩ হাজার ৬৯৬। মৃত ৩৮ হাজার ১৩৫ জন। বাংলায় মোট আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ২৩২ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩১ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.৩৩: দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে করোনা পরিস্থিতির উন্নতি লক্ষ্যণীয়। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলাডু, তেলেঙ্গানায় এই সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্য়া কমেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে দাবি।
রাত ৯.৫২: করোনা আবহে যথাযথ উদ্যোগ ছত্তিশগড়ে পুলিশের। রাখির উপহার হিসেবে ১২ লক্ষ মাস্ক বিলি রায়গড়ে।
Chhattisgarh: Police in Raigarh distributes over 12 lakh face masks on Rakshabandhan under ‘Raksha Sutra Mask’ campaign amid #COVID19. SP Raigarh says, “Other organisations are also contributing in our campaign. In between 12 to 15 lakh masks have been distributed till now.” pic.twitter.com/c1ywHxsLJM
— ANI (@ANI) August 3, 2020
রাত ৯.৩২: কাটল না আশঙ্কা। ফের করোনা রিপোর্ট পজিটিভ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের।
রাত ৯.২০: রাজ্যে বারবার লকডাউনের দিন বদল নিয়ে ক্ষুব্ধ বিরোধীরা। সরকারের সিদ্ধান্তহীনতা নিয়ে একযোগে কটাক্ষ বাম, কংগ্রেসের। মন্ত্রিসভা ভেঙে দেওয়ার দাবি বিরোধী দলনেতা আবদুল মান্নানের।
রাত ৯.০৮: বর্ধমানের করোনা পরিস্থিতি সঙ্গীন। একদিনেই বর্ধমান শহরে আক্রান্ত ৪৯, জেলায় মোট আক্রান্ত ৭৭ জন। ৫ আগস্ট থেকে জেলার বড় অংশে লকডাউন করার ভাবনা প্রশাসনের।
রাত ৮.৩৪: বালুরঘাট কোভিড হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হল রবিবার। বুনিয়াদপুর আদালতে কর্মরত মহিলা এএসআই পপি চৌধুরী মৃত্যুর ২৪ ঘন্টা কাটতে না কাটতে আরেকজনের মৃত্যুতে আতঙ্কিত এলাকাবাসী। দক্ষিণ দিনাজপুরে এপর্যন্ত মোট ১৩৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে স্বস্তির খবর তাঁদের মধ্যে ৯৪৩ জন চিকিৎসায় সুস্থ হয়েছেন।
রাত ৮.৩০: রাজ্যে বেড়েই চলেছে করোনার দাপট। একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়ল। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৫৩ জন, নতুন করে আক্রান্ত ২৭১৬ জন।
সন্ধে ৮.২০: কলকাতায় উপসর্গহীন করোনা রোগীর সংখ্যাই ৭০ শতাংশ, দাবি কলকাতা পুরসভার। এমনকী অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট যাঁদের নেগেটিভ আসছে, তাঁদেরও RT-PCR পরীক্ষা করা হলে পজিটিভের সংখ্যা বাড়বে বলে মনে করছেন পুরসভার স্বাস্থ্য বিষয়ক প্রশাসক অতীন ঘোষ।
সন্ধে ৭.৩৮: করোনা পরিস্থিতিতে অভিনব ব্যাংক চালু পূর্ব বর্ধমান জেলার এক গ্রামে। যেখান বর্জ্য বা গাছের চারা মজুত করা যাবে। বিনিময়ে ব্যাংক দেবে মাস্ক ও স্যানিটাইজার। মিলবে এক লিটার স্যানিটাইজার ও এক বাক্স মাস্ক। শর্ত একটাই, ৫ কেজি প্লাস্টিক বর্জ্য জমা দিতে হবে।
সন্ধে ৭.৩০: বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতলে প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু। মৃত ওই ব্যক্তির বয়স ৩০ বছর। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, পয়লা আগস্ট ওই রোগীর লালারস সংগ্রহ করা হয়েছিল কলকাতার এনআরএসে। রবিবার দুপুরে রিপোর্ট হাতে পাওয়ার পর তাঁকে বাঁকুড়া শহরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রেফার করা হয়েছিল। কিডনির একাধিক সমস্যা থাকায় তাঁর পেটে জল জমেছিল। এই অবস্থায় আর বাঁচানো যায়নি।
সন্ধে ৬.৪৩:মুম্বইতে লকডাউন কিছুটা শিথিল। ৫ তারিখ থেকে শপিং মল খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত। রেস্তরাঁ, থিয়েটার, ফুড কোর্ট বন্ধই থাকছে। জানাল বৃহন্মুম্বই কর্পোরেশন।
BMC eases restrictions for phased opening of lockdown under ‘Mission Begin Again’.
Malls/market complexes allowed from 9 am-7 pm from Aug 5 without theatres/food courts/restaurants. Kitchen of restaurant allowed in malls where only home delivery via aggregators will be done. pic.twitter.com/Hq5IzKFmVA
— ANI (@ANI) August 3, 2020
সন্ধে ৬.৩৮: করোনার থাবায় গত এক সপ্তাহ ধরে বন্ধ হয়ে গিয়েছে মেদিনীপুর জেলা আদালতের সমস্ত কাজকর্ম। সরকারি আইনজীবীর অফিসের এক কর্মী করোনা পজিটিভ হওয়ার জেরেই ওই পদক্ষেপ। মঙ্গলবার পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত, জানালেন সরকারি আইনজীবী।
সন্ধে ৬.৩০: ফের রাজ্যে সম্পূর্ণ লকডাউনের দিনবদল। এ মাসে সম্পূর্ণ লকডাউন থাকবে – ৫, ৮, ২০, ২১, ২৭, ২৮, ৩১ তারিখ। আগের সূচি অনুযায়ী তা ছিল ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ আগস্ট। নতুন দিনক্ষণের বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।
সন্ধে ৬.২০: করোনা পজিটিভ সিপিএম নেতা, প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। ভরতি বাইপাসের বেসরকারি হাসপাতালে।
সন্ধে ৬.১৫: স্থিতিশীল কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা, চিকিৎসা ভাল সাড়া দিচ্ছেন। খবর হাসপাতাল সূত্রে। করোনা আক্রান্ত হয়ে রবিবারই হাসপাতালে ভরতি হন। কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।
Karnataka Chief Minister BS Yediyurappa was admitted on August 2 with mild symptoms of #COVID19. At present, he is doing well & is clinically stable. He is being treated and monitored closely by a multidisciplinary team of doctors: Manipal Hospitals
— ANI (@ANI) August 3, 2020
বিকেল ৫.৫৭: উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ হাজার ৪৭৩ জন। মৃত্যু হয়েছে ৫০ জনের।
Uttar Pradesh reported 4,473 new COVID-19 cases and 50 death in the last 24 hours, taking active cases to 40,191 and death toll to 1,778. A total of 55,393 have been discharged in the state so far: State Health Department pic.twitter.com/yueEoLPQA8
— ANI UP (@ANINewsUP) August 3, 2020
বিকেল ৫.৫২: গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে করোনা আক্রান্ত ৫ হাজার ৬০৯ জন।
5,609 new COVID-19 cases and 109 deaths reported in Tamil Nadu in the last 24 hours, taking total cases to 2,63,222 including 2,02,283 discharges and 4,241 deaths. 58,211 samples were tested for the disease in the last 24 hours: State Health Department pic.twitter.com/kiSNGiH7MU
— ANI (@ANI) August 3, 2020
বিকেল ৪.৪৩: কোভিড হাসপাতাল তৈরির আশঙ্কায় উত্তর ২৪ পরগনার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে উত্তেজনা। স্থানীয়দের বিক্ষোভ। লাঠি উঁচিয়ে জটলা সরায় পুলিশ। স্থানীয়রা সুপারের কাছে ডেপুটেশন জমা দিতে যায়। কিন্তু তাঁদের অভিযোগ, ডেপুটেশন জমা দিতে দেওয়া হয়নি। অন্য চিকিৎসা পরিষেবা যাতে চালু থাকে তার দাবি জানাতে এসেছিল স্থানীয়রা। এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলে, পুরসভার পুর প্রশাসক।
বিকেল ৪.৩৩: কোভিড বিধি মানার ক্ষেত্রে গাফিলতি করবেন না, পরামর্শ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের।
People should not be careless in taking COVID-19 precautions. Initially, everyone hailed Kerala for good work in containing COVID-19 as we took necessary precautions. But we became complacent that is why we reached to the present situation: Kerala CM Pinarayi Vijayan (file pic) pic.twitter.com/44jxvgQdEf
— ANI (@ANI) August 3, 2020
বিকেল ৪.২৭: গভীর রাত থেকে প্রবল শ্বাসকষ্ট। একাধিকবার চেষ্টা করেও অ্যাম্বুল্যান্স মেলেনি। তার পরিবর্তে অন্য কোনও গাড়িও পাওয়া যায়নি। বিনা চিকিৎসায় বাড়িতেই মৃত্যু হাওড়ার লিলুয়ার করোনা আক্রান্তের।
দুপুর ৩.৪৪: সংক্রমণ রুখতে ১৭ আগস্ট পর্যন্ত বন্ধ মালবাজার পুরসভা। তবে মিলবে অত্যাবশ্যকীয় পরিষেবা। আজ পুরসভা ভবনে স্যানিটাইজ করা হয়। শনিবার পুরসভার প্রশাসক করোনায় আক্রান্ত হন। তারপর পুরভবন স্যানিটাইজ করে বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান প্রশাসনিক বোর্ডের সদস্য দীপা সরকার।
দুপুর ২.৪৭: করোনা যোদ্ধাদের সম্মান জানাতে নার্সদের সঙ্গে রাখিবন্ধন উৎসব উদযাপন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
Delhi: President Ram Nath Kovind celebrated #RakshaBandhan with nurses of The Trained Nurses’ Association of India, Military Nursing Service and President’s Estate Clinic.
The President appreciated role of nurses as saviours in the fight against #COVID19: President’s Secretariat pic.twitter.com/Oqlhi7Spcq
— ANI (@ANI) August 3, 2020
দুপুর ২.২৮: করোনা সতর্কতায় প্রকাশ্যে জমায়েতের ক্ষেত্রে আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করল কেরল হাই কোর্ট।
Kerala High Court extends ban on all protests in public places until August 31, in view of COVID-19 pandemic and the guidelines issued by the Union Government. On July 15, the Court had banned all public protests until July 31. pic.twitter.com/DDbqG5VZqk
— ANI (@ANI) August 3, 2020
দুপুর ২.২৪: কংগ্রেস নেতা আর প্রসন্ন কুমার করোনা আক্রান্ত। তবে তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ ছিল না।
Shivamogga: Congress leader R. Prasanna Kumar tests positive for #COVID19 after returning from Bengaluru. He had attended a party program at Bengaluru on July 27. He says, “I don’t have symptoms. Those who came in contact with me should get tested.” #Karnataka pic.twitter.com/y2ZlvHZI6F
— ANI (@ANI) August 3, 2020
দুপুর ২.২১: আগামী ৫ আগস্ট থেকে খুলছে জিম এবং যোগ প্রশিক্ষণ কেন্দ্র। তার আগে গাইডলাইন জারি কেন্দ্রের। প্রত্যেককে রাখতে হবে ৬ ফুট দূরত্ব। পরতে হবে মাস্ক।
Ministry of Health and Family Welfare issues guidelines on preventive measures to contain the spread of COVID-19 in Yoga institutes & gymnasiums.
Ministry of Home Affairs has allowed Yoga institutes and gymnasiums to re-open from August 5. pic.twitter.com/sFuXqYBfJU
— ANI (@ANI) August 3, 2020
দুপুর ২.০১: করোনা আক্রান্ত শিবরাজ সিং চৌহানের অন্যরকম রাখি। হাসপাতালের বেডে বসে থাকা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর হাতে রাখি বেঁধে দেন তিনি।
Madhya Pradesh: Saroj, a nurse ties rakhi to Chief Minister Shivraj Singh Chouhan at a hospital in Bhopal.
Saroj is deployed at the ward in which Shivraj Singh Chouhan is admitted. He had tested positive for #COVID19 on July 25. #RakshaBandhan2020 pic.twitter.com/lzlx2fx1bv
— ANI (@ANI) August 3, 2020
দুপুর ১.৫৬: তেলেঙ্গানায় নতুন করে করোনা আক্রান্ত ৯৮৩ জন।
983 #COVID19 cases, 1,019 recovered & 11 deaths reported in Telangana yesterday, as of 8 pm. Total number of cases in the state at 67,660, including 48,609 recovered, 18,500 active cases, & 551 deaths: State Health Department pic.twitter.com/h17VJ7fJcs
— ANI (@ANI) August 3, 2020
দুপুর ১.৪৯: করোনা আক্রান্ত অমিত শাহের সংস্পর্শে আসায় সেলফ আইসোলেশনে কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ।
Union Minister Ravi Shankar Prasad goes into self-isolation as he met Home Minister Amit Shah on Saturday evening. His health, however, is fine: Ravi Shankar Prasad’s Office
Home Minister had announced yesterday that he tested positive for #COVID19
— ANI (@ANI) August 3, 2020
দুপুর ১.৪৮: হিমাচল প্রদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭১০ জন।
Himachal Pradesh’s #COVID19 case tally rises to 2,710. There are 1,105 active cases, 1,573 recovered cases and 12 deaths in the state: State Health Department pic.twitter.com/lPVg2su31N
— ANI (@ANI) August 3, 2020
দুপুর ১.৩৮: কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার দপ্তরের ৬ জন কর্মী করোনা আক্রান্ত।
Six staff members at Chief Minister BS Yediyurappa’s office test positive for #COVID19. One of his daughters has also tested positive for the infection: Chief Minister’s Office
CM had announced last night that he tested positive for coronavirus. #Karnataka
— ANI (@ANI) August 3, 2020
দুপুর ১.১১: বাঁকুড়ার পাত্রসায়রের ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রিয়দর্শী যশ করোনা আক্রান্ত। বন্ধ পাত্রসায়ের ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগ।
বেলা ১২.২৩: অমিত শাহের আরোগ্য কামনায় রঘুনাথপুরে জাগ্রত মা কালীর মন্দিরে পুজো রাজ্য বিজেপি নেতৃত্বের।
সকাল ১১.৫৮: পুদুচেরিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৯৮২।
Puducherry’s #COVID19 case tally reaches 3,982 with 178 fresh positive cases detected today till 10am: Government of Puducherry pic.twitter.com/jW3qKQdC8u
— ANI (@ANI) August 3, 2020
সকাল ১১.৩৫: কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম করোনা আক্রান্ত। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
Karti Chidambaram, Congress MP and son of former union minister P.Chidambaram, tests positive for #COVID19; goes into home-quarantine. pic.twitter.com/m3tjrwBhOA
— ANI (@ANI) August 3, 2020
সকাল ১০.৫৩: রাজস্থানে নতুন করে করোনা আক্রান্ত ৫৬৫ জন।
565 #COVID19 cases, 242 recovered & 9 deaths reported in Rajasthan today, as of 10:30 am. Total number of cases in the state is now at 44,975, including 12,802 active cases & 715 deaths: State Health Department pic.twitter.com/bwqXmUS7O0
— ANI (@ANI) August 3, 2020
সকাল ১০.৩৪: ওড়িশায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৩৮৪ জন।
1384 fresh positive cases reported in #Odisha in the last 24 hours, taking the total number of cases in the state to 36,297 including 14,095 active cases and 21,954 recovered cases: State Health Department
— ANI (@ANI) August 3, 2020
সকাল ৯.৪১: করোনা পরীক্ষার সংখ্যা দেশে পেরল ২ কোটির গণ্ডি।
Number of #COVID19 tests crosses 2 crore mark in India with 2,02,02,858 tests conducted till August 2. Of these, 3,81,027 tests were conducted yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/wZPmtaJXcY
— ANI (@ANI) August 3, 2020
সকাল ৯.৪০: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫২ হাজার ৯৭২ জন। মৃত্যু হয়েছে ৭৭১ জনের।
Single-day spike of 52,972 positive cases & 771 deaths in India in the last 24 hours.
India’s COVID19 tally rises to 18,03,696 including 5,79,357active cases, 1,186,203 cured/discharged/migrated & 38,135 deaths: Health Ministry pic.twitter.com/OKfjsgwyC9
— ANI (@ANI) August 3, 2020
সকাল ৯.৩৪: গত ২-৩ দিনে যাঁরা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তাঁদের প্রত্যেককে করাতে হবে করোনা পরীক্ষা।
All those who met Chief Minister in the last 2-3 days will be tested for #COVID19. CM’s travel history of last one week will be checked: Karnataka Health Department
Karnataka CM BS Yediyurappa tested positive for coronavirus yesterday. pic.twitter.com/OZO62yP8rn
— ANI (@ANI) August 3, 2020
সকাল ৯.৩১: কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার মেয়েও করোনা আক্রান্ত।
সকাল ৯.২৯: শারীরিক অবস্থার কিছুটা অবনতি। ভেন্টিলেশনে পাঠানো হল সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীকে।
সকাল ৯.২২: নয়া গাইডলাইন অনুযায়ী অসমে আজ থেকে খুলল জিম।
Guwahati: Gymnasiums in Assam begin operations from today after the state government issued new unlock guidelines yesterday. pic.twitter.com/wWieor87Th
— ANI (@ANI) August 3, 2020
সকাল ৯.১০: অমিত শাহের সুস্থতা কামনায় দিলীপ ঘোষ। তিনি বলেন, “যারা করোনার বিরুদ্ধে লড়ছেন যখন তখন তাঁরা আক্রান্ত হতে পারেন। ওনার সুস্থতা কামনা করি।”
সকাল ৮.৫৬: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লক্ষ মানুষ। ভাইরাসের বলি ৬.৮৭ লক্ষ।
সকাল ৭.৩৮: কোভিড আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।
Karnataka CM BS Yediyurappa has been admitted to the hospital for observation. He is doing well, is clinically stable and will be monitored closely by our team: Manipal Hospital
Karnataka Chief Minister tested positive for COVID19 yesterday. (file pic) pic.twitter.com/s1OGKyjvGf
— ANI (@ANI) August 3, 2020
সকাল ৬.৩২: কোভিড বিধি মেনে রাখি উপলক্ষে দিল্লির চাঁদনি চকের গৌরী শংকর মন্দিরে পুজো পুণ্যার্থীদের।
Delhi: Devotees offer prayers at Gauri Shankar Temple in Chandni Chowk on the last Monday of ‘sawan’ month and #RakshaBandhan, today. Temperature of devotees is also being checked with thermometer gun, as a precautionary measure to contain the spread of #Coronavirus. pic.twitter.com/ynD7mNR0aO
— ANI (@ANI) August 3, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.