Advertisement
Advertisement

Breaking News

Manipur

‘শান্তি ফেরাতে এবার কঠোর পদক্ষেপ’, মণিপুরে নিরাপত্তা বাহিনীকে মুক্তহস্ত দিল কেন্দ্র

একই নির্দেশিকায় গুরুত্বপূর্ণ মামলাগুলি তদন্তের জন্য এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে।

All Security forces directed to take necessary steps to restore peace in Manipur
Published by: Kishore Ghosh
  • Posted:November 16, 2024 4:24 pm
  • Updated:November 16, 2024 4:43 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: গত কিছুদিন ধরে মণিপুরে নতুন করে হিংসা ছড়াচ্ছে। জিরিবাম জেলার তিনজন মেতেই মহিলার দেহ শুক্রবার অসমের শিলচরের মর্গে আনা হয়। মহিলা ও শিশুদের অপহরণে অভিযুক্ত ছিলেন কুকি জঙ্গিরা। তারাই কি হত্যাকারী? এই প্রশ্নের মধ্যেই একটি বিবৃতি জারি করে নিরাপত্তা বাহিনীকে মুক্তহস্ত দিল কেন্দ্র। কী বলা হয়েছে ওই বিবৃতিতে?

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “গত কয়েকদিন ধরে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। উভয় সম্প্রদায়ের সশস্ত্র দুষ্কৃতীরা সহিংসতায় লিপ্ত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে প্রাণহানি হচ্ছে, আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। (রাজ্যে) শান্তি ও শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হচ্ছে সমস্ত নিরাপত্তা বাহিনীকে। কেউ সহিংস ও বিশৃঙ্খার কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

Advertisement

কার্যত কেন্দ্রীয় নির্দেশনামায় মণিপুরে হিংসা রুখতে মুক্তহস্ত দেওয়া হল নিরাপত্তা বাহিনীগুলিকে। এছাড়াও একই নির্দেশিকায় গুরুত্বপূর্ণ মামলাগুলি দ্রুত তদন্তের জন্য এনআইএ-র কাছে হস্তান্তর করার কথা জানানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের বার্তা, “শান্তি বজায় রাখুন, গুজবে বিশ্বাস করবেন না। “রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement