Advertisement
Advertisement
Maratha

মারাঠা সংরক্ষণ: বিষপান ৩ আন্দোলনকারীর, আজ শিণ্ডের ডাকে সর্বদলীয় বৈঠক

বৈঠকে ডাক পাননি উদ্ধব ঠাকরে।

All party-meet today on Maratha quota Protest | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 1, 2023 12:41 pm
  • Updated:November 1, 2023 12:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারাঠা সংরক্ষণ ইস্যুতে বুধবারও উত্তপ্ত মহারাষ্ট্র (Maharashtra)। গতকাল মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের (Eknath Shinde) সঙ্গে টেলিফোনে কথা বলার পর আন্দোলনের মুখ মনোজ জারাঙ্গে পাটিল অনশন প্রত্যাহার করলেও রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। এই পরিস্থিতিতে বুধবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন শিণ্ডে। যদিও ওই বৈঠকে ডাক পাননি উদ্ধব ঠাকরে।

রাজ্য সরকারের এক প্রতিনিধি জানিয়েছেন, বৈঠকে সংরক্ষণ ইস্যুতে বিভিন্ন দলের নেতাদের মতামত জানবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আন্দোলনের নামে হিংসা রুখতে আলোচনা হবে। এদিকে মারাঠা সংরক্ষণ ইস্যুতে সবচেয়ে বেশি উত্তপ্ত বিদ জেলা সফরে গিয়েছেন মহারাষ্ট্র পুলিশের এডিজি সঞ্জয় সাক্সেনা। আন্দোলনের নামে সরকারি সম্পত্তি ধ্বংস মেনে নেওয়া হবে না, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানানো হয়েছে পুলিশের তরফে।

Advertisement

[আরও পড়ুন: ফের জ্বালানি জ্বালা, একলাফে অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম]

অন্যদিকে সোলাপুরে মনোজ জারেঙ্গে পাটিলের সমর্থনে আন্দোলনরত তিন যুবক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি বুধবার জারাঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, সরকার উপযুক্ত ব্যবস্থা না নিলে এদিন সন্ধে থেকেই ফের অনশন বসবেন তিনি। সব মিলিয়ে সংরক্ষণ ইস্যুতে বেগতিক পরিস্থিতিতে পড়েছে বিজেপি ও শিণ্ডে-সেনা সরকার।

[আরও পড়ুন: ফের জ্বালানি জ্বালা, একলাফে অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম]

প্রসঙ্গত, সোমবার এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাড়িতে আগুন লাগিয়ে দেয় মারাঠা সংরক্ষণের দাবিতে আন্দোলনকারীরা। বিদ জেলার আরও দুই বিধায়কের বাড়িতে হামলা হয়। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্ত স্তব্ধ হয়ে যায় পথ অবরোধ ও রেল রোকোর কারণে। এই অবস্থায় গতকাল মন্ত্রিসভার জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। আজ সর্বদলীয় বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেটাই এখন দেখার।    

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement