Advertisement
Advertisement
Odisha

একযোগে পদত্যাগ করলেন সব মন্ত্রী, শোরগোল ওড়িশায়

কেন হঠাৎ পদত্যাগ?

All ministers from Odisha tender resignations | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 4, 2022 4:12 pm
  • Updated:June 4, 2022 8:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ মে তিনবছর মেয়াদ পূর্ণ করেছে ওড়িশার (Odisha) বিজু জনতা দল (BJD) সরকার। তার পরই নবীন পট্টনায়েক (Naveen Patnaik) সরকারের মন্ত্রিসভায় বড়সড় রদবদলের ইঙ্গিত। শনিবার একযোগে পদত্যাগ করলেন ওড়িশার মন্ত্রিসভার সদস্যরা। রবিবার মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন বলে খবর।

জানা গিয়েছে, শনিবার নবীন পট্টনায়েকের মন্ত্রিসভার ২০ সদস্য ইস্তফাপত্র জমা দিয়েছেন। রাজভবনে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা করেছেন তাঁরা। সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ রবিবার বেলা পৌনে বারোটা নাগাদ মন্ত্রিসভার নয়া সদস্যরা মন্ত্রী হিসেবে শপথ নেবেন।

Advertisement

 

[আরও পড়ুন: ফিনকি দিয়ে ছুটছে রক্ত, তার পরেও পাথর দিয়ে লাগাতার আঘাত মাথায়, বীভৎস খুন দিল্লিতে]

রাজনৈতিক মহল বলছে, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে ওড়িশায় পায়ের তলার মাটি আরও শক্ত করতে চাইছেন নবীন পট্টনায়েক। আর তাই মন্ত্রিসভায় এই রদবদল ঘটালেন তিনি। সূত্রের খবর, মন্ত্রিত্ব পেতে চলেছেন প্রদীপ অমত, লতিকা প্রধান, বদ্রীনারায়ণ পাত্র, অতনু সব্যসাচী নায়েক, বাসন্তী হেমব্রম, অশ্বিনী পাত্ররা।

এনিয়ে ৫ দফা ওড়িশার শাসনভার সামলাচ্ছেন নবীন পট্টনায়েকের দল। তার পরেও সে রাজ্যে বিজু জনতা দল অপ্রতিদ্বন্দ্বী। সদ্য সমাপ্ত উপনির্বাচনেও বড়সড় জয় পেয়েছে বিজেডি। তবে দলের একাধিক সদস্যদের বিরুদ্ধে সামান্য কিছু ক্ষোভের কথা সামনে এসেছে। কারোর বিরুদ্ধে দুর্নীতির তো কারোর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল।লোকসভা ভোটের আগে সেই ক্ষোভ সামাল দিতেই এবার মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করলেন বলেই খবর। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এবার তারা মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বলেই সূত্রের খবর। বদলে নতুন এবং স্বচ্ছ ভাবমূর্তির জনপ্রতিনিধিরাই পেতে চলেছেন মন্ত্রিত্ব। 

[আরও পড়ুন: হাঁটুর বয়সি তরুণীর সঙ্গে প্রেম! স্ত্রী ধরে ফেলতেই রাজনীতি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement