আনলক – ৪’এও দেশে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫৫ লক্ষ ৬২ হাজার ৬৬৪জন। মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৯৩৫ জনের। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৩১ হাজার ৪৮৪ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৪৮৩ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট (Corona LIVE UPDATE):
রাত ১১: করোনা আবহেও সরকারি অফিসগুলোয় কর্মীদের ১০০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক করল কেরল প্রশাসন। কোভিড প্রোটোকল মেনেই চলবে অফিস। বাইরে থেকে ফেরা প্রত্যেককে ৭ দিনের জন্য বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
All government offices shall function with 100% attendance, strictly observing COVID protocols. All who visit other states and return to Kerala and all visitors to Kerala shall be advisable to undergo quarantine for 7 days: Government of Kerala pic.twitter.com/FJhWeA7YZQ
— ANI (@ANI) September 22, 2020
রাত ১০.২০: ICUতে অক্সিজেনের ঘাটতি। তামিলনাডুরর তিরুপুর সরকারি হাসপাতালে মৃত্যু ২ কোভিড রোগীর। পরিস্থিতিরে জেরে উত্তপ্ত হাসপাতাল।
রাত ১০.০৭: করোনা যুদ্ধে বিশ্বকে সবরকম সাহায্য করতে প্রস্তুত রাশিয়া। নিজেদের তৈরি Sputnik V-ই বিশ্বের প্রথম ভ্য়াকসিন বলে রাষ্ট্রসংঘে দাবি রুশ প্রেসিডেন্ট পুতিনের।
Building on the scientific, industrial and clinical experience of its doctors, Russia has promptly developed a range of testing systems & medicines to detect & treat the Coronavirus, as well as registering the world’s first vaccine Sputnik V: Russian President at 75th UNGA debate pic.twitter.com/5qgMVBwP1u
— ANI (@ANI) September 22, 2020
রাত ১০:ঝাড়খণ্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১২০৭, মৃত ১০।
Jharkhand reported 1,207 new COVID-19 cases, 1,427 recoveries & 10 deaths today, taking total cases to 73,948 including 60,027 recoveries, 641 deaths & 13,280 active cases: State Health Department pic.twitter.com/0gNJQ0M6oY
— ANI (@ANI) September 22, 2020
রাত ৯.৪৮: বিহারে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১৬০৯ জন। সুস্থতার সংখ্য়া ১২৩২।
Bihar reported 1,609 new COVID-19 cases and 1,232 recoveries in the last 24 hours, taking total cases to 1,71,465 including 1,57,056 recoveries, 873 deaths and
13535 active cases. 1.94 lakh tests were conducted yesterday: Bihar Health Department pic.twitter.com/4VStKDWnfG— ANI (@ANI) September 22, 2020
রাত ৯.২০: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে এবং হোম আইসোলেশনে থাকা রোগীদের জন্য ‘কোভিড ফতেহ কিটস’ চালু পাঞ্জাবে। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং।
Punjab Chief Minister Captain Amarinder Singh launched ‘COVID Fateh Kits’ today, for #COVID19 patients admitted in hospitals as well as in home isolation. (Source: Punjab Govenment) pic.twitter.com/DR7b8UA98W
— ANI (@ANI) September 22, 2020
রাত ৮.৪৪: মুম্বইতে নতুন করে কোভিড আক্রান্ত ১৬২৮, মৃত্য়ু হয়েছে ৪৭ জনের। সুস্থ ১৬৬৯। পরিসংখ্যান দিল বৃহন্মুম্বই কর্পোরেশন।
1,628 new #COVID19 cases, 1,669 recoveries & 47 deaths reported in Mumbai in last 24 hours, taking the total number of positive cases to 1,87,778 till date, including 1,52,204 recoveries, 8,549 deaths & 26,644 active cases: Brihanmumbai Municipal Corporation (BMC), Maharashtra pic.twitter.com/iuxzgxOW4w
— ANI (@ANI) September 22, 2020
রাত ৮.০৫: ভারত বায়োটেকের টিকা ‘কো-ভ্যাকসিন’এর তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য পাঞ্জাবের তিনটি সরকারি মেডিক্যাল কলেজকে অনুমোদন দিল ICMR। ১৫ অক্টোবর থেকে শুরু ট্রায়াল।
Punjab’s three govt medical colleges will participate in Phase 3 trials of COVAXIN being tested by Bharat Biotech Ltd in collaboration with Indian Council of Medical Research (ICMR) against COVID-19. The trials are scheduled to commence from October 15: State government
— ANI (@ANI) September 22, 2020
সন্ধে ৭.৫৪: দেশজুড়ে অন্তত ৯ লক্ষ যৌন কর্মীর পরিচয় যাচাইয়ের জোর না দিয়ে অবিলম্বে তাঁদের খাদ্য সামগ্রী, আর্থিক সহায়তা প্রদানে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যৌনকর্মীদের দুর্দশার কথা জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল দুর্বার মহিলা সমন্বয় সমিতি। মূলত তাদের দায়ের করা জনস্বার্থ মামলায় সম্প্রতি এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
সন্ধে ৭.৪৬: বাংলায় সংক্রমণের রাশ নেই। নতুন করে করোনা আক্রান্ত ৩১৮২, মৃত্যু হয়েছে ৬২ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ২.৩১, ৪৮৪, মৃত ৪৪৮৩।
West Bengal reports 3,182 new #COVID19 cases, 3,047 discharges and 62 deaths today. The total cases in the state rise to 2,31,484, including 2,02,030 discharges and 4,483 deaths. Active cases stand at 24,971: Department of Health & Family Welfare, Govt of West Bengal pic.twitter.com/DqrIv5Y7x1
— ANI (@ANI) September 22, 2020
সন্ধে ৭.০৮:বিহারে ২৮ তারিখ থেকে খুলছে স্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যেতে পারবে। তবে প্রাইভেট টিউশন, হোস্টেল বন্ধই থাকবে। নির্দেশিকা জারি সরকারের।
Bihar Education Department issues standard operating procedure (SOP) for reopening of schools for students of Class 9 to Class 12 for taking guidance from teachers starting September 28; hostels and coaching institutes to remain shut. pic.twitter.com/04CDmENvuo
— ANI (@ANI) September 22, 2020
সন্ধে ৭: করোনা জয় করে বাড়ি ফিরে অনুরাগীদের সংবর্ধনায় ভাসলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। ফুলের তোড়া দিয়ে বরণ, ব্যান্ড-সানাই বাজিয়ে, রাস্তায় নেমে পথচারীদের ৫১ কেজি গাওয়া ঘিয়ের লাড্ডু বিতরণ করলেন তৃণমূল সমর্থকরা। জিটি রোডে ফাটল বাজিও।
সন্ধে ৬.২৮: রাজস্থানে নতুন করে করোনায় আক্রান্ত ১৯১২, মৃত্যু হয়েছে ১৫ জনের। সুস্থ হয়ে ফিরেছেন মোট প্রায় ৯৯ হাজার জন।
Rajasthan reported 1,912 new COVID-19 cases, 1,528 recoveries and 15 deaths today, taking active cases to 18,614, recoveries to 98,812 and death toll to 1,367: State Health Department pic.twitter.com/EIqvIWOkfH
— ANI (@ANI) September 22, 2020
সন্ধে ৬.১০: কনটেনমেন্ট জোন উঠতেই বুধবার থেকে খুলে দেওয়া হচ্ছে বালুরঘাট শহরের বেলতলা পার্ক এলাকার শিশু উদ্যানটি। পার্কটি খুললেও থাকছে বেশ কিছু বিধি নিষেধ। সব কিছু স্বাভাবিক ছন্দে ফেরায় খুশি বালুরঘাট শহর তথা জেলাবাসী।
বিকেল ৫.৫৫: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ২৬৩ জন পুলিশ কর্মী। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জনের।
263 police personnel of Maharashtra Police tested positive for #COVID19 & 7 died in the last 24 hours, taking the total number of infections in the state force to 21,574 including 3,548 active cases, 17,797 recovered cases and 229 deaths: Maharasthra Police pic.twitter.com/z9y40AvW4e
— ANI (@ANI) September 22, 2020
বিকেল ৫.৩৩: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে করোনা আক্রান্ত আরও ২২ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৭৩ জন।
বিকেল ৫.২১: গত ২৪ ঘণ্টায় গোয়ায় ৮ জনের মৃত্যু হয়েছে।
বিকেল ৫.১০: কোভিড-১৯’এ আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫২ হাজার ১৭৮।
বিকেল ৫.০৫: পুদুচেরিতে একদিনে করোনা আক্রান্ত ৪ হাজার ৭৫৭ জন।
Total #COVID19 cases in Puducherry stand at 23,684, including 4,757 active cases.
18,454 patients have recovered, while the death toll is 473. pic.twitter.com/9Y3ioyRv2x
— ANI (@ANI) September 22, 2020
বিকেল ৪.১৭: ভারতে ৫০ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছে ঠিকই, তাঁদের মধ্যে ৪৫ লক্ষ মানুষ সেরে উঠেছে। দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের।
We get swayed by the narrative that India has over 50 lakh cases, but we forget that nearly 45 lakh people have already recovered: Rajesh Bhushan, Secretary, Union Health Ministry #COVID19 pic.twitter.com/VZYyZKUdMx
— ANI (@ANI) September 22, 2020
বিকেল ৪.০০: দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যাচ্ছে কেজরিওয়াল সরকার।
We will challenge today’s decision by the Delhi High Court: Delhi Health Minister Satyendra Jain (File photo) https://t.co/7omHtPrXXW pic.twitter.com/TujS3V6Fiu
— ANI (@ANI) September 22, 2020
দুপুর ৩টে: বিহারে নতুন করে আক্রান্ত ১৬০৯ জন। এর ফলে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়াল ১৪,৭৭০ জন।
Bihar reported 1,609 new #COVID19 cases on 21st September, taking the total active cases in the state to 14,770: State Health Department
— ANI (@ANI) September 22, 2020
দুপুর ২.৩০: করোনা হাসপাতালে আগুন লাগলে কীভাবে নেভানো হবে, তা নিয়ে মকড্রিল করছেন দমকল কর্মীরা।
Odisha: A day after fire broke out at a COVID-19 dedicated hospital in Cuttack,officials of fire department today conducted safety audit & mock drills at #COVID19 dedicated hospitals & COVID-19 Care Centres in the state.
Visuals from a COVID-19 dedicated hospital in Bhubaneswar pic.twitter.com/tubavIY1MH
— ANI (@ANI) September 22, 2020
দুপুর ২.১৮: করোনায় প্রয়াত জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব আশালতা ওবেংকরে।
দুপুর ২.০০: বুধবার ৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাতটি রাজ্য হল, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি ও পাঞ্জাব।
দুপুর ১.১৮: দিল্লি সরকারের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল্লি হাই কোর্ট। দিন কয়েক আগে দিল্লি সরকার নির্দেশ দিয়েছিল বেসরকারি হাসপাতালের আইসিইউ-এর ৮০ শতাংশ শয্যা কোভিড রোগীদের জন্য বরাদ্দ রাখতে হবে
Delhi High Court stays recent order passed by the Delhi Government instructing private hospitals in the city to reserve 80% of ICU beds for COVID-19 patients, till the next date of hearing pic.twitter.com/EEqTBO5Igl
— ANI (@ANI) September 22, 2020
দুপুর ১.০৫: কোভিড পজিটিভ বামপন্থী যুব সংগঠন DYFI’এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র।
দুপুর ১২.০০: ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন দেশে।
India records highest single-day recoveries with over 1 lakh patients recovering in last 24 hours. With this, the total number of recoveries are nearly 45 lakh (44,97,867). This has resulted in the recovery rate touching 80.86%: Health Ministry (Representational Image) #COVID19 pic.twitter.com/zWmaJUeAyG
— ANI (@ANI) September 22, 2020
সকাল ১১. ৩০: গত ২৪ ঘণ্টায় ওড়িশায় নতুন করে সংক্রমিত ৪, ১৮৯ জন।
4,189 new #COVID19 cases, 3,704 recoveries and 11 deaths reported in Odisha till September 21. The total number of cases rise to 1,88,311 including 1,49,379 recoveries, 38,158 active cases and 721 deaths: State Health Department
— ANI (@ANI) September 22, 2020
সকাল ১১.০০: করোনার বলি মারাঠি অভিনেত্রী আশালতা। মহারাষ্ট্রের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।
সকাল ১০. ১৫: দেশে একদিনে সংক্রমিত ৭৫, ০৮৩ জন। মৃত্যু হয়েছে ১, ০৫৩ জনের।
India’s #COVID19 case tally crosses 55-lakh mark with a spike of 75,083 new cases & 1,053 deaths in last 24 hours.
The total case tally stands at 55, 62,664 including 9,75,861 active cases, 44,97,868 cured/discharged/migrated & 88,935 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/17zx2Hj4VO
— ANI (@ANI) September 22, 2020
সকাল ১০.০০: হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার ন্যান্সি পেলোসি বললেন, এই নির্বাচনের তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুই হল স্বাস্থ্যসেবা। কোভিডকে পিষে ফেলা উচিত।
BRAVO Speaker Pelosi: The 3 most IMPORTANT issues in this election are healthcare, healthcare & healthcare! We should be crushing #COVID19 & the president has IGNORED the science & instead he wants to crush the ACA (& protections for 135M w/pre-existing conditions)!👏 pic.twitter.com/mZshQJcI0X
— Peter Morley (@morethanmySLE) September 22, 2020
সকাল ৯.০০: গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ৬,৫৩,২৫,৭৭৯।
6,53,25,779 samples tested up to 21st September for #COVID19. Of these, 9,33,185 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/MYsEpzixJ5
— ANI (@ANI) September 22, 2020
সকাল ৮. ৩০: শেষ তিনদিনে প্রতিদিন দেশে সুস্থ হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ। স্বাভাবিকভাবেই যা আশার আলো দেখা্চ্ছে দেশবাসীকে।
India has recorded very high single day recoveries successively during the last 3 days. More than 90,000 #COVID19 patients have been cured and discharged from home/facility isolation and hospitals every single day: Ministry of Health pic.twitter.com/tZzxpi0Fs0
— ANI (@ANI) September 22, 2020
সকাল ৮. ০০: মিজোরামে নতুন করে সংক্রমিত ১০৭ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্ত সেখানকার ১,৬৯২ জন।
107 new #COVID19 cases reported in Mizoram, taking the total tally to 1,692. The number of active cases is 680 while 1,012 people have been discharged. No death reported in the State till date: Government of Mizoram pic.twitter.com/zuc46Zts3f
— ANI (@ANI) September 22, 2020
সকাল ৭. ৩০: মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব দেওয়া হল কার্তিক মান্নাকে। কার্তিকবাবু বর্তমানে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। কিছুদিন আগে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের করোনা ধরা পড়ে। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেও শারীরিকভাবে ক্লান্ত। এই কারণে রাজ্য সরকার কার্তিকবাবুকে পর্ষদের সভাপতির দায়িত্ব দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.