Advertisement
Advertisement
শিশু ধর্ষণ

নিজের সন্তানকেই ধর্ষণ! আলিগড় শিশুহত্যায় ধৃতের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য

অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব শিশু অধিকার রক্ষা সংগঠনগুলি৷

Aligarh toddler murder acuused a pedophile, says Police
Published by: Sucheta Sengupta
  • Posted:June 8, 2019 5:46 pm
  • Updated:June 8, 2019 5:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলিগড়ে শিশুকন্যাকে অপহরণ ও খুনের ঘটনায় ধৃত সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে পুলিশের৷ ২০১৪ সালে নিজের মেয়েকেই ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ শেষপর্যন্ত অবশ্য জামিনে ছাড়া পায়৷ স্ত্রীই তাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে এনেছিল বলে খবর৷ তবে এবার অবশ্য ধৃত জাহিদের মুক্তি এত সহজে হবে না বলেই মনে করছে সকলে৷ শনিবার সকালে দাদার সঙ্গে জঘন্য অপরাধমূলক কাজে যুক্ত থাকায় গ্রেপ্তার হয়েছে জাহিদের ভাইও৷

                 [আরও পড়ুন: কেরলের গুরুভায়ুর মন্দির দর্শনে মোদি, নিজের ওজনের সমান পদ্ম অর্পণ]

মাত্র ৫০ হাজার টাকা ধার শোধ দেওয়া নিয়ে বচসা৷ সেখান থেকেই এমন একটা নৃশংস ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশের আলিগড়ে৷ যাঁর সঙ্গে জাহিদের টাকাপয়সা লেনদেনের সম্পর্ক ছিল, তাঁরই ২ বছরের নাতনিকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ জাহিদের বিরুদ্ধে৷ খুনের পদ্ধতিও খুব সহজসরল ছিল না৷ ময়নাতদন্তের রিপোর্টে সেই ইঙ্গিত পেয়ে শিউড়ে উঠছে পুলিশও৷ ৩০ মে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই শিশু৷ পরে বাড়ির কাছের একটি আবর্জনাস্তূপ থেকে উদ্ধার হয় তার ছিন্নভিন্ন দেহ৷ অঙ্গপ্রত্যঙ্গে অজস্র আঘাত, একটি হাত ও একটি পা ভাঙা ছিল তার৷ ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ না মিললেও, যথেচ্ছ অত্যাচারের পরই যে তাকে খুন করা হয়েছে, তা প্রমাণ৷ পকসো আইনে জাহিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে৷

Advertisement

আলিগড়ের এই ঘটনাকে বছর দুই আগে কাঠুয়ার শিশু আসিফার ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে৷ শিশু সুরক্ষা সংগঠনগুলি সঠিক বিচারের দাবিতে আরও জোরাল করে তুলছে৷ দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি উঠছে৷ বিভিন্ন জায়গায় মোমবাতি মিছিল হয়েছে৷ এসবের জেরে নড়েচড়ে বসেছে যোগীর রাজ্যের পুলিশ৷ যথেষ্ট গুরুত্ব সহকারে বিষয়টির তদন্ত শুরু হয়েছে৷ গাফিলতির অভিযোগে ৫জন পুলিশকর্মীকে সাসপেন্ডও করা হয়েছে৷ ঘটনার অভিঘাত এমন দিকেই মোড় নিচ্ছে, যাতে আরও একটি আন্দোলন সংগঠিত হতে চলেছে বলেই ইঙ্গিত৷

                  [আরও পড়ুন: তীব্র দাবদাহে পুড়ছে দেশ, জলকষ্টে মধ্যপ্রদেশের জঙ্গলে মৃত ১৫টি বানর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement