সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিস্থিতি প্রতিকূল হলেও দিওয়ালি (Diwali 2020) আসন্ন। বাজি না পোড়ালেও আলোর উৎসবে মাতবে গোটা দেশ। ঈশ্বরের কাছে প্রার্থনা করবে সুদিন ফেরার আশায়। ভিন্ন ভিন্ন ভাবে চলছে প্রস্তুতি। ব্যতিক্রমের পথে হেঁটেছেন আলিগড়ের কিছু শিল্পীও। গোবর দিয়ে তৈরি করেছেন লক্ষ্মী (Laxmi) ও গণেশের (Ganesh) মূর্তি। তৈরি করেছেন দিওয়ালির দিয়া মানে প্রদীপ।
Aligarh: Shree Guru Gaushala in the city is making lamps & idols out of cow-dung, ahead of #Diwali. Its manager says, “We aim to make the Gaushala self reliant & provide employment to migrant labourers who returned here. We also aim to promoting such products over Chinese goods.” pic.twitter.com/L1dr6NLPYX
— ANI UP (@ANINewsUP) November 11, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ‘আত্মনির্ভর’ ভারত অভিযানের কথা মাথায় রেখেই এমন উদ্যোগ আলিগড় শহরের শ্রী গুরু গৌশালার। সংস্থার ম্যানেজার জানান, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয়দের যেমন আত্মনির্ভর করা হচ্ছে। পাশাপাশি, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা করোনা (CoronaVirus) কালে কাজ হারিয়ে রাজ্যে ফিরতে বাধ্য হয়েছেন গোবরের প্রদীপ তৈরির মাধ্যমে তাঁদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। দিওয়ালির অবসরে অনেক জায়গায় চিনা লাইট ব্যবহার করার চল রয়েছে। তার বিকল্প হিসেবেও এই গোবরের প্রদীপগুলি তৈরি করা হচ্ছে।
উল্লেখ্য, দিওয়ালি উপলক্ষ্যে এই প্রথমবার গোবরের তৈরি প্রদীপ দিয়ে সাজবে রাম জন্মভূমি অযোধ্যা। করোনা (COVID-19) পরিস্থিতির কথা মাথায় রেখে এবার ভারচুয়ালি প্রদীপ প্রজ্জ্বোলন করেই অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। পরিবেশ বান্ধব দিওয়ালি পালনের পথে হাঁটছে বাংলার প্রতিবেশী রাজ্য ত্রিপুরাও। জিরানিয়া এলাকার সমাজ শক্তি সোসাইটির সদস্যরা সেখানকার জন্য বাঁশ দিয়ে বাতি তৈরি করছেন। ইতিমধ্যে ১২ হাজারেরও বেশি বাঁশের তৈরি বাতি বিক্রি হয়ে গিয়েছে।
Tripura: Samaj Shakti Society, a Self Help Group in Jirania is making bamboo candles for #Diwali.
“There is demand for these candles, we’ve received some orders. We have sold candles worth Rs 12,000, we hope to do good business in coming days,” says Biplab, member of the SHG pic.twitter.com/GPKvUGBf53
— ANI (@ANI) November 11, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.