Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীরে বড় সাফল্য যৌথবাহিনীর, নিকেশ কুখ্যাত জঙ্গি

নিহত জঙ্গি আল বদর জঙ্গি সংগঠনের সদস্য৷

Al-Badr Terrorist killed in Jammu and Kashmir in an encounter with the Indian Army
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 6, 2017 9:07 am
  • Updated:January 6, 2017 9:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ৷ শুক্রবার ভোরবেলা যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে নিকেশ হল আল বদর জঙ্গি সংগঠনের সদস্য মুজফফর আহমেদ নামে এক কুখ্যাত জঙ্গি৷ জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার মাচু এলাকায় যৌথবাহিনীর গুলিতে নিকেশ হয় ওই জঙ্গি৷

সেনা সূত্রে খবর, নিহত আল বদর জঙ্গি অতীতে লস্কর-এ-তৈবার মতো পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল৷ এই ইসলামিক জঙ্গি সংগঠনটি মূলত পাকিস্তানের পুঁজিতে চলে৷ সংগঠনটির মাথা জাসনিল রিহাল৷ জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশকর্মীদের উপর চোরাগোপ্তা আঘাত হানে আল বদর জঙ্গিরা৷

Advertisement

কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই ১৯৯৮ সালের জুন মাসে আল বদর সংগঠনটি তৈরি করে৷ হিজবুল মুজাহিদিনকে ভেঙে স্বাধীনভাবে পরিচালিত জঙ্গি সংগঠন তৈরি করতে গিয়ে জন্ম নেয় আল বদর৷ ওই সংগঠনের জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের লাগাতার চেষ্টা করে যাচ্ছে৷ এদিন সেই চেষ্টা ব্যর্থ করে দিল কেন্দ্রীয় নিরাপত্তারক্ষা বাহিনী৷ মাচুতে আরও জঙ্গির খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement