Advertisement
Advertisement

শহিদ গুরনামের পরিবারকে ৯ লক্ষ টাকা দিলেন অক্ষয়

যেভাবে তিনি সেনার সমর্থনে এসে দাঁড়িয়েছেন তাতে তাঁর আবেগের জায়গাটি স্পষ্ট৷ সেই জায়গা থেকেই আরও একবার শহিদের পরিবারের পাশে এসে দাঁড়ালেন অক্ষয়৷

Akshay Kumar  Donates Rs 9 Lakh To Martyred BSF Jawan Gurnam Singh's Family
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 28, 2016 8:40 pm
  • Updated:October 28, 2016 8:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবর তিনি সেনার পাশে এসে দাঁড়ান৷ সমর্থন করেন ভারতীয় সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপকে৷ এবং দরকারে বাড়িয়ে দেন সাহায্যের হাতও৷ আরও একবার সে কাজ করলেন বলিস্টার অক্ষয়কুমার৷ শহিদ গুরনাম সিংয়ের পরিবারকে ৯ লক্ষ টাকা দিলেন তিনি৷

পাক সন্ত্রাসের বিরোধিতার ক্ষেত্রে একরকম কট্টর অবস্থানই নেন অক্ষয়৷ পাঠানকোট হামলার পর প্রকাশ্যেই পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের ডাক দিয়েছিলেন৷ অনেকে অভিযোগ করেছিলেন, ছবির প্রমোশনের জন্য এ কাজ করে থাকেন অক্ষয়৷ কিন্তু নিন্দুকদের ভুল প্রমাণিত করেছেন অক্ষয়৷ ছবির প্রয়োজনে নয়, মানবিকতার খাতিরেই আগেও শহিদের পরিবারকে পাঁচ লক্ষ করে টাকা দিয়েছিলেন তিনি৷ এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শহিদ গুরনাম সিংয়ের পরিবারের দিকেও৷ পাক রেঞ্জার্সের গুলিতে মারাত্মক জখম হয়েছিলেন গুরনাম সিং৷ সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শেষমেশ মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে শহিদ হন তরুণ এই জওয়ান৷ তাঁর পরিবারকে ৯ লক্ষ টাকা দিলেন অক্ষয়৷

Advertisement

এটা ঠিক যে অক্ষয় বরাবরই দেশাত্মবোধক সিনেমা করেন৷ কোভার্ট অপারেশন হোক বা দেশের কোনও খেলোয়াড়ের স্মৃতি ফিরিয়ে আনা- তাঁর ছবি নির্বাচন যেন সবরকমভাবে দেশের প্রতি দায়বদ্ধ থাকে৷ অনেকেই তাঁর এই নির্বাচনকে তুখোড় ব্যবসার পরিকল্পনা হিসেবেই ব্যাখ্যা করেন৷ কেননা দেশজোড়া জাতীয়তাবাদী হাওয়ায় ছবির সাফল্যও প্রায় নিশ্চিত থাকে৷ তবে কি পুরোটাই পরিকল্পনা? অক্ষয় নিজে অবশ্য এ প্রশ্ন নস্যাৎ করেছেন৷ দেশের আবেগ মেশানো সিনেমার পাশাপাশি বেছে নিয়েছেন কমিক ছবিও৷ যা না সাড়া ফেলেছে বক্স অফিসে, না দর্শকের মনে৷ সুতরাং পুরোটাই যে পরিকল্পনামাফিক এ কথা জোর দিয়ে বলা যায় না৷ বরং বিভিন্ন সময়ে যেভাবে তিনি সেনার সমর্থনে এসে দাঁড়িয়েছেন তাতে তাঁর আবেগের জায়গাটি স্পষ্ট৷ সেই জায়গা থেকেই আরও একবার শহিদের পরিবারের পাশে এসে দাঁড়ালেন অক্ষয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement