Advertisement
Advertisement
Akhilesh Yadav

অখিলেশ-কংগ্রেসের ঝগড়া এখন খুল্লমখুল্লা! প্রশ্নের মুখে INDIA জোটের ভবিষ্যৎ

চওড়া হচ্ছে জোটের ফাটল?

Akhilesh Yadav's new caste census dig at INDIA ally Congress | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 21, 2023 3:48 pm
  • Updated:October 21, 2023 3:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস এবং সমাজবাদী পার্টির ঝগড়া এবার রাস্তায় নেমে এল। প্রকাশ্যে অখিলেশকে তুচ্ছতাচ্ছিল্য করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথ। আবার পালটা কংগ্রেসের নীতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন অখিলেশ।

মধ্যপ্রদেশে কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী ছিল সমাজবাদী পার্টি (Samajwadi Party)। অখিলেশ ২৩০ আসনের মধ্যে ৬টি আসনে প্রার্থী দিতে চেয়েছিলেন। কিন্তু কমল নাথ তাঁকে পাত্তা দেননি। তাঁর বক্তব্য, কংগ্রেস নিজেই রাজ্যের ২৩০টি বিধানসভা আসনে লড়বে। বিজেপিকে হারাতে কোনও ছোট দলের সমর্থন প্রয়োজন হবে না। এমনকী সাংবাদিকরা তাঁকে অখিলেশকে নিয়ে প্রশ্ন করলে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী একপ্রকার তুচ্ছতাচ্ছিল্য করে বলে দেন, ‘অখিলেশ-ভখিলেশের কে? ওর কথা আমাকে বলবেন না।’

Advertisement

[আরও পড়ুন: ‘নতুন ভারতের শিল্পকার’, দেশের প্রথম রিজিওনাল র‌্যাপিড ট্রেনের সূচনা, মোদিকে কুর্নিশ যোগীর]

কমল নাথের সেই মন্তব্যে তেলেবেগুনে জ্বলেছেন অখিলেশ। তিনি সাফ বলে দিচ্ছেন, “কমল নাথ ঠিকই বলেছেন। ভখিলেশ বলে কেউ নেই। কিন্তু অখিলেশ (Akhilesh Yadav) আছে। আমি চাইলেই এই মন্তব্যের জবাব দিতে পারতাম। কিন্তু আমি দেব না।” সমাজবাদী পার্টি সুপ্রিমোর খোঁচা, “ওনার তো নামের মধ্যেই ‘কমল’ রয়েছে।” শুধু তাই নয়, কংগ্রেস যে ক্ষমতায় ফিরলে জাতি সমীক্ষা (Caste census) করার প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি নিয়েও খোঁচা দিয়েছেন সপা সুপ্রিমো। তিনি বলছেন, কংগ্রেসের এই সিদ্ধান্ত একটা মিরাক্যাল। কংগ্রেস এমন একটা ভোটব্যাঙ্কের পিছনে ছুটছে, যেটা আর ওদের সঙ্গে নেই।”

[আরও পড়ুন: তৃণমূলের চাপ, ১০০ দিনের কাজের টাকা নিয়ে ঢোক গেলা শুরু গিরিরাজের!]

অখিলেশের স্পষ্ট কথা, ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেসকে মনোভাব স্পষ্ট করতে হবে। তাঁর ইঙ্গিত, মধ্যপ্রদেশে কংগ্রেসের (Congress) এই ‘দাদাগিরি’র প্রভাব পড়বে লোকসভা নির্বাচনেও। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি একাই ৮০ আসনে লড়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। আর তাতেই প্রমাদ গুণছে কংগ্রেস হাই কম্যান্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement