Advertisement
Advertisement

Breaking News

Akhilesh

হাতে হনুমানের ছবি, গদা! উত্তরপ্রদেশে ভোটের মুখে কট্টর হিন্দু অবতারে অখিলেশ

বিজয় যাত্রায় আম্বেদকরের মূর্তি হাতেও দেখা গেল অখিলেশকে।

Akhilesh Yadav takes Lord Hanuman out on Rath Yatra | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 29, 2021 4:13 pm
  • Updated:December 29, 2021 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (UP) রথ যাত্রার আলাদা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। ১৯৯০ সালে সে রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতায় আসার আগে ঐতিহাসিক রথ যাত্রা করেছিলেন আজকের বর্ষীয়ান বিজেপি নেতা এলকে আডবানী (LK Advani)। এবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে রথ যাত্রায় চমক দিলেন সমাজবাদি পার্টি প্রেসিডেন্ট অখিলেশ যাদব (Akhilesh Yadav)। কট্টর হিন্দু অবতারে দেখা গেল তাঁকে।

এদিন উন্নাওয়ের (Unnao) নির্বাচনী প্রচারে অখিলেশের রথ যাত্রায় ছিল বিপুল ভিড়। সেই যাত্রাপথে সমাজবাদী পার্টির সদস্যরা দলীয় নেতাকে উপহার দিলেন ভগবান হনুমানের (Lord Hanuman) ফটোফ্রেম। ওই ছবির নীচের দিকে দেখা গেল দলের চিহ্ন বাইসাইকেলও রয়েছে। সাদরে সেই উপহার গ্রহণও করলেন নেতা। এদিন ভগবান হনুমানের অস্ত্র গদা হাতেও দেখা গেল সমাজবাদি পার্টি নেতাকে। গদা হাতেও ভিড়ের অভিবাদন গ্রহণ করলেন অখিলেশ।

Advertisement

[আরও পড়ুন: ভোটের মুখে সপার শীর্ষনেতাদের বাড়িতে আয়কর হানা, অখিলেশ বললেন, ‘আমিও অপেক্ষায় আছি’]

রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, হাওয়া বুঝেই নিজেকে বদলে নিয়েছেন সমাজবাদি পার্টি প্রেসিডেন্ট। এবারে প্রচারে নিজের হিন্দু পরিচয়কে কৌশলে সামনে আনছেন ‘নেতাজি’। আসলে ২০১৪ সালের লোকসভা ভোটের সময় থেকেই বিজেপি অখিলেশকে হিন্দু বিরোধী প্রো-মুসলিম বলে দেগে দিয়ে আসছে। তাতে ফলও হয়। ২০১৪, ২০১৭ এবং ২০১৯ সালের নির্বাচনে ভেদাভেদের রাজনৈতিক কৌশলে বাজিমাত করেছিল গেরুয়া শিবির। প্রতিটি নির্বাচনেই জয় হয়েছিল তাদের। ফলে এবার কৌশল খানিক বদলে ময়দানে নেমেছেন সমাজবাদি পার্টি প্রধান। নিজের হিন্দু পরিচয়কে জনগণের সামনে আনতে চাইছেন তিনি।  

[আরও পড়ুন: মতানৈক্য মুছল কাকা-ভাইপোর, বিজেপিকে হারাতে একমঞ্চে অখিলেশ-শিবপাল]

এদিনের রথ যাত্রায় বিআর আম্বেদকরের (Dr. BR Ambedkar) একটি মূর্তিও দলনেতাকে উপহার দেন দলীয় কর্মীরা। যা বিপুল জনতার মাঝে গ্রহণ করেন অখিলেশ। দলিত ভোট পেতে এই বার্তাও কার্যকরী হতে পারে বলে মনে করছেন অনেকেই। যদিও রাজ্যে দলিতদের প্রতিনিধি বলে পরিচিত বিএসপি (BSP) নেত্রী মায়াবতী (Mayabati)। তবে বিধানসভা নির্বাচনের প্রচারে অজ্ঞাত কারণে এখনও পর্যন্ত দেখা যায়নি নেত্রীকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement