Advertisement
Advertisement

Breaking News

যোগীর রামমূর্তির জবাব, সুউচ্চ কৃষ্ণমূর্তি বানাচ্ছেন অখিলেশ

উন্নয়ন ছেড়ে উত্তরপ্রদেশে রাম-কৃষ্ণের ‘লড়াই’।

Akhilesh Yadav Set to Unveil 50-feet Lord Krishna Statue in Saifai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 12, 2017 9:45 am
  • Updated:September 24, 2019 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্নয়ন ছেড়ে উত্তরপ্রদেশে এবার কি মূর্তি তৈরির প্রতিযোগিতা শুরু হল? মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রাক্তন অখিলেশ যাদবের কাজকর্মে সেই ইঙ্গিতই মিলছে। যোগী অযোধ্যায় ১০০ ফুট রামের মূর্তি বানাতে চান। পালটা হিসাবে অখিলেশ ৫০ ফুটের কৃষ্ণমূর্তির উন্মোচন করতে চলেছেন।

[২০২২ সালের মধ্যে ভারতে ‘রাম রাজ্য’ প্রতিষ্ঠা হবেই, বার্তা যোগীর]

Advertisement

নিজের জন্মভূমি সাইফাইয়ে এই কৃষ্ণমূর্তি বসাচ্ছেন সমাজবাদী পার্টির প্রধান। অযোধ্যায় সরজূ নদীর পাশে রামের মূর্তি তৈরির পরিকল্পনা নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তবে যোগীকে পিছনে ফেলে আগেভাগেই মূর্তির দৌড়ে এগিয়ে গেলেন অখিলেশ। যোগীর রামমূর্তি কবে হবে তা অবশ্য ঠিক হয়নি। এদিকে অখিলেশের কৃষ্ণমূর্তির তৈরির কাজ চলছে জোর গতিতে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের গোড়াতেই কৃ্ষ্ণমূর্তির উদ্বোধন হবে। অখিলেশ জানান যোগীর রামমূর্তি বসানোর ঘোষণার অনেক আগে এই মূর্তির কাজ শুরু হয়েছে। সমাজবাদী পার্টির সুপ্রিমোর বক্তব্য, তারা ভগবান শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্র উভয়ের প্রতি বিশ্বাসী। এটা কোনও প্রতিযোগিতার বিষয় নয়। অখিলেশের দলও এই ইস্যুতে যোগীকে একহাত নিয়েছে। সমাজবাদী পার্টি জানিয়েছে তারা কাউকে অনুসরণ করে না। তাদের দেখেই অন্য দল এগোয়। পাশাপাশি অখিলেশের দাবি যোগী আদিত্যনাথ সাধারণ মানুষের করের টাকায় রামমূর্তি বানাচ্ছেন। কিন্তু কৃষ্ণমূর্তি তৈরি করছে সাইফাই মহোৎসব কমিটি। মূর্তি বানানো হচ্ছে ব্রোঞ্জ দিয়ে। ওজন হবে প্রায় ৬০ টন। ব্রোঞ্জ এসেছে জাপান থেকে আর রং আনা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। অত্যাধুনিক থ্রি ডি প্রযুক্তির ব্যবহারে গোটা কর্মকাণ্ড চলছে। মূর্তিটিতে দেখা যাচ্ছে মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ সুদর্শনচক্র হাতে নিয়ে রয়েছেন। এই যুদ্ধে মাত্র একবারই অস্ত্র ধারণ করেছিলেন কৃষ্ণ। তার সুদর্শনচক্র ছারখার করে দিয়েছিল কৌরবদের। সূত্রের খবর, মূর্তির এমন রূপ ঠিক করে দেন অখিলেশ। সমাজবাদী পার্টির মতে আগামী লোকসভা ভোটের আগে এই মূর্তি উন্মোচন করে তিনি সুদর্শনচক্রের মতো বিজেপিকে ধরাশায়ী করতে চান।

[সন্তানকে স্তন্যপান করানোর সময়েই জোর করে গাড়ি তুলে নিয়ে গেল পুলিশ]

অখিলেশের কৃষ্ণমূর্তি নিয়ে উত্তরপ্রদেশে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর বিদ্রুপ, আমরা গর্বিত যে ওরা কৃষ্ণের মূর্তি তৈরি করছে। তবে আমাদের সঙ্গে ওদের তুলনাই চলে না। দুই শিবিরের এই মনোভাব দেখে রাজ্যের বাসিন্দারা বিরক্ত। কারও মতে এটি রাম রাজ্য বনাম কৃষ্ণনীতির লড়াই। কেউ বলছেন, দেবতাদের নিয়ে যুদ্ধে মেতেছেন রাজনীতিকরা। সাধারণ মানুষের করের টাকায় কেন মূর্তি তৈরির প্রতিযোগিতা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁদের বক্তব্য প্রতিযোগিতা হোক উন্নয়ন নিয়ে। মানুষের আওয়াজ কি কানে পৌঁছাচ্ছে অখিলেশ, যোগীদের?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement