Advertisement
Advertisement
Akhilesh Yadav

‘শিবলিঙ্গ রয়েছে যোগীর বাড়ির নিচে’, খননকার্য চালানোর দাবি অখিলেশের

একের পর এক মসজিদ খোঁড়ার ঘটনায় তোপ অখিলেশের।

Akhilesh Yadav says Shivling under Yogi Adityanath's residence
Published by: Amit Kumar Das
  • Posted:December 29, 2024 9:16 pm
  • Updated:December 29, 2024 9:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের নিচে রয়েছে শিবলিঙ্গ। এমনই দাবি করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাড়িতে খননকাজ চালানোর দাবি তুললেন সপা প্রধান অখিলেশ যাদব। তাঁর মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।

অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর থেকে উত্তরপ্রদেশের একাধিক মসজিদে খননকার্যের দাবিতে মামলা দায়ের হয়েছে আদালতে। এই তালিকায় সাম্প্রতিক সময়ে মথুরায় শাহি ইদগাহ মসজিদ ও বারাণসীর জ্ঞানবাপী মসজিদের পাশাপাশি যোগ হয়েছে সম্ভলের শাহি জামা মসজিদ। দাবি উঠেছে, একটা সময়ে এই সব জায়গায় হিন্দু মন্দির ছিল। যা ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে। সম্ভলের মসজিদে খননকার্য কেন্দ্র করে অশান্তির জেরে একাধিক মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে উত্তরপ্রদেশে। এই বিতর্কের মাঝেই এবার যোগী আদিত্যনাথকে নিশানায় নিয়ে আক্রমণ শানালেন মুলায়ম পুত্র তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Advertisement

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, “মুখ্যমন্ত্রীর লখনউয়ের বাসভবনের তলায় শিবলিঙ্গ রয়েছে। আমরা এটা জানি। এটি খননকার্য করে দেখা উচিত।” এরপরই বিজেপি সরকারকে নিশানায় নিয়ে তিনি বলেন, “ওরা কেবল খুঁড়েই যাবে। এভাবেই খুঁড়তে খুঁড়তে একদিন নিজেদের সরকারটাকেই খুঁড়ে ফেলবে।” বিজেপির বিরুদ্ধে সরকারের আসল দায়িত্ব ভুলে ধর্ম নিয়ে রাজনীতিতে মেতে থাকার অভিযোগ তুলেছেন অখিলেশ। তিনি বলেন, “গত ১০ বছর ধরে দিল্লিতে সরকারে রয়েছে ওরা। উত্তরপ্রদেশে ৭ বছর ধরে ক্ষমতায় আছে। এদের দৌলতেই দেশে বেকারত্ব চরম আকার নিয়েছে।”

এভাবে দেশের নানা প্রান্তে রামমন্দিরের অনুকরণে খননকার্য চালানোর ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবতও। তিনি বলেন, “রামমন্দির তৈরি হওয়ার পর কেউ কেউ মনে করছেন তাঁরা নতুন নতুন জায়গায় একই ধরনের বিষয় সামনে এনে হিন্দুদের নেতা হয়ে উঠবেন। এটা মানা যায় না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement