Advertisement
Advertisement

Breaking News

Akhilesh Yadav

প্রচারে নজর কাড়ার চেষ্টা! ভোটমুখী উত্তরপ্রদেশে আতর বেচবে অখিলেশের সমাজবাদী পার্টি

সমাজবাদী পার্টির নেতাদের দাবি, এই আতরই বাইশের নির্বাচনে উত্তরপ্রদেশে সুগন্ধ ছড়াবে।

Akhilesh Yadav launches Samajwadi Party perfume ahead of UP Assembly polls | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 9, 2021 9:29 pm
  • Updated:November 9, 2021 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস্টারস্ট্রোক! হ্যাঁ, মাস্টারস্ট্রোকই বটে। কারণ, উত্তরপ্রদেশের ভোটের আগে অখিলেশ যাদব (Akhilesh Yadav) যেটা ভেবেছেন, সেটা আর কেউ ভাবেননি। ভোটের প্রচারে মানুষ নতুন নতুন প্রতিশ্রুতি দেয়। প্রচারে নজর কাড়তে নতুন নতুন স্লোগান তৈরি হয়, পোস্টার, ব্যানার ছাপানো হয়। ইদানিং দলীয় প্রতীক লাগানো ছাতা, টুপি মাই গেঞ্জিও পাওয়া যাচ্ছে। কিন্তু তা বলে আতর! হ্যাঁ ঠিকই পড়েছেন। ভোটমুখী উত্তরপ্রদেশে (Uttar Pradesh) প্রচারের আলো কাড়তে ‘সমাজবাদী আতর’ নামের সুগন্ধী বেচবেন অখিলেশ যাদব।

[আরও পড়ুন: ‘ব্রাহ্মণ ও ব্যবসায়ীরা আমার পকেটে থাকে’, বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে শোরগোল]

মঙ্গলবার সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব নিজের দলের তৈরি আতর বাজারে এনেছেন। যার নাম ‘সমাজবাদী আতর’। ২০২২ সালের ভোটকে মাথায় রেখে মোট ২২ রকমের সুগন্ধী দিয়ে আতরটি তৈরি করা হয়েছে। আতরের বোতলে রয়েছে সমাজবাদী পার্টির সাইকেল ছাপ। খোদ সপা সুপ্রিমোর ছবিও রয়েছে তাতে। আতরের বোতলের রং লাল-সবুজ। যা কিনা সপার পতাকারও রং। সমাজবাদী পার্টির নেতাদের দাবি, এই আতরই বাইশের নির্বাচনে উত্তরপ্রদেশে সুগন্ধ ছড়াবে। যে ঘৃণার রাজত্ব চলছে সেখানে ভালবাসা ছড়াবে।

অখিলেশ এই সুগন্ধী প্রকাশ্যে আনতেই অবশ্য হাসাহাসি শুরু হয়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সমাজবাদী দল সেই দলে আতরের কী কাজ? কেউ কেউ আবার বলছেন, এটা চরম হাস্যকর একটা বিষয়। নেটিজেনদের কেউ কেউ বলছেন,”একটা রাজনৈতিক দল আতর বেচবে। এটা মস্করা ছাড়া কিছু হতে পারে না।”

[আরও পড়ুন: ‘রাফালে দুর্নীতি হয়েছে কংগ্রেস আমলেই’, ফরাসি পোর্টালের তথ্য তুলে ধরে বিস্ফোরক সম্বিত পাত্র]

সমাজবাদী (Samajwadi Party) নেতারা অবশ্য এই পদক্ষেপকে মাস্টারস্ট্রোক বলেই মনে করছেন। তাছাড়া অখিলেশের আতর প্রকাশ করাটা নতুন কিছু নয়। এর আগে ২০১৬ সালে নিজের সরকারের চার বছর পূর্তি উপলক্ষে চার রকমের আতর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল তাঁর দল। ঘটনাচক্রে ২০১৭ সালের ভোটে ভরাডুবি হয়েছিল সমাজবাদী পার্টির। এবারে অখিলেশের আতর সুগন্ধ ছড়ায় কিনা সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement