Advertisement
Advertisement
Akhilesh Yadav

‘NDA বনাম PDA’, বিজেপিকে হারানোর নয়া ফর্মুলা দিলেন অখিলেশ

কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তাও ফের খুলে দিলেন সপা সুপ্রিমো।

Akhilesh Yadav gives 'formula' to defeat BJP In 2024 Polls | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 17, 2023 2:32 pm
  • Updated:June 17, 2023 2:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের বিরুদ্ধে এক ফর্মুলা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে সেই ফর্মুলা এখনও কার্যকর করে উঠতে পারেনি বিরোধীরা। ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেই চেষ্টা চলেছে। এরই মধ্যে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav) বিজেপিকে হারানোর নয়া ফর্মুলা দিলেন। উত্তরপ্রদেশের ৮০ আসনেই বিজেপিকে ধরাশায়ী করতে চান অখিলেশ। সেই লক্ষ্যেই নয়া ফর্মুলা ছকেছেন তিনি।

অখিলেশ বলেছেন, ২০৯২৪ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন NDA-কে হারাবে PDA। কী এই PDA? অখিলেশের ফর্মুলা অনুযায়ী, PDA হল পিছড়ে বর্গ, দলিত এবং অল্পসংখ্যকদের জোট। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ওবিসি, দলিত এবং সংখ্যালঘুদের জোট গড়তে চান সপা সুপ্রিমো। উত্তরপ্রদেশের ৭৫ শতাংশের বেশি জনসংখ্যা এই ওবিসি, দলিত এবং সংখ্যালঘু। ২৪-এর আগে অখিলেশ এই বিরাট জনগোষ্ঠীকে এক ছাতার তলায় আনার চেষ্টা করবেন। তাৎপর্যপূর্ণভাবে এরা কেউই বিজেপির কোর ভোটব্যাংকের অংশ নয়।

Advertisement

[আরও পড়ুন: নৃশংস! পিসির বাড়ি ঘুরতে গিয়ে পিসতুতো ভাইদের হাতে গণধর্ষণের শিকার নাবালিকা]

তাতে অবশ্য অখিলেশের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে বিরোধী শিবিরেরই দুই দল। এক, মায়াবতীর বিএসপি। কারণ বিএসপি জন্মলগ্ন থেকেই দলিত এবং সংখ্যালঘুদের রাজনীতি করে। আর দুই কংগ্রেস। কংগ্রেসের যে সামান্য ভোটব্যাংক উত্তরপ্রদেশে এখনও অবশিষ্ট, সেটাও ওই দলিত এবং মুসলিমই। সপা সুপ্রিমো সেটা অনুধাবন করেই সম্ভবত কংগ্রেসের উদ্দেশে কৌশলী বার্তা দিয়ে রেখেছেন। অখিলেশ বলছেন,”উত্তরপ্রদেশে এখন একটাই স্লোগান, ৮০ আসনে হারাও, বিজেপিকে ভাগাও। বড় জাতীয় দলগুলি যদি আমাদের সাহায্য করে, তাহলে আমরা বিজেপিকে সব আসনে হারাতে পারি।”

[আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, শনাক্ত করা যায়নি ৮১ দেহ, DNA রিপোর্টের অপেক্ষায় পরিবার]

অর্থাৎ কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা যে পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, সেটা বুঝিয়ে দিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। অখিলেশ বলছেন, বিরোধী জোটের একটাই ফর্মুলা হওয়া উচিত, যে যেখানে বেশি শক্তিশালী, সে সেখানে বেশি গুরুত্ব পাবে। সেই হিসাবে লড়াই হলে আসনরফা যে খুব একটা সমস্যার হবে না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন অখিলেশ। তাঁর কথায়, সমাজবাদী পার্টি যেখানেই জোট করুক, আসন সংখ্যা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement