Advertisement
Advertisement

ব্যাঙ্ক-এটিএমের লাইনে দাঁড়িয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপুরণ

দেশে ক্যাশলেস অর্থনীতি তৈরি ‘আচ্ছে দিনে’র থেকেও বড় স্বপ্ন৷

Akhilesh Yadav Gives Compensation Over Bank Queue Deaths
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 24, 2016 6:25 pm
  • Updated:October 27, 2020 1:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটে বিজেপিকে টক্কর দিতে মোক্ষম চাল অখিলেশ সরকারের৷ খুব সম্ভবত, আগামী সপ্তাহেই উত্তরপ্রদেশের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে৷ তার আগে নোট বাতিল ইস্যুতে কেন্দ্রকে আরও একবার আক্রমণ করল সমাজবাদী পার্টি সরকার৷ নোট বাতিলের পর ব্যাঙ্কের কিংবা এটিএমের লাইনে দাঁড়িয়ে যাঁদের মৃত্যু হয়েছে শনিবার তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ মোট ১৪ জনের পরিবারের হাতে এই টাকা তুলে দেওয়া হয়৷

akhilesh_web

Advertisement

নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে এদিন অখিলেশ বলেন, দেশে ক্যাশলেস অর্থনীতি তৈরি ‘আচ্ছে দিনে’র থেকেও বড় স্বপ্ন৷ তাঁর কটাক্ষ, মানুষকে তাঁদের নিজের টাকা তুলতেই এত কষ্ট করতে হচ্ছে৷ পাশপাশি অখিলেশ বলেন এই অর্থ বিলি কোনও রাজনীতি নয়৷

এদিকে এদিনই উত্তরপ্রদেশের ৭০ জন সমাজবাদী পার্টির বিধায়কদের সঙ্গে বৈঠক করেন অখিলেশ৷ দলীয় বিধায়কদের উদ্দ্যেশ্যে তাঁর মন্তব্য, দলে যেসমস্ত সৎ বিধায়করা আছেন তাঁরা টিকিটের জন্য ভাববেন না৷ প্রসঙ্গত এবার নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিট বিলির দায়িত্ব দেওয়া হয়েছে শিবপাল যাদবের উপর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement