Advertisement
Advertisement

Breaking News

Akasa Air

বন্ধ হয়ে যাবে আকাশ এয়ার! কী জানাল সংস্থা?

রাকেশ ঝুনঝুনওয়ালার স্বপ্নের এয়ারলাইন্সকে ঘিরে আশঙ্কার মেঘ!

Akasa Air CEO dismisses shutdown rumours। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 20, 2023 3:23 pm
  • Updated:September 20, 2023 3:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরখানেক আগেই শুরু হয়েছিল তাদের যাত্রা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই গুঞ্জন, বন্ধ হয়ে যাচ্ছে আকাশ এয়ার (Akasa Air)! কিন্তু সত্যিই কি ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) স্বপ্নের এয়ারলাইন্সের ঝাঁপ পড়তে চলেছে? এই পরিস্থিতিতে আকাশ এয়ারের সিইও বিনয় দুবে কর্মীদের আশ্বস্ত করে জানালেন আকাশ এয়ার বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই।

একসর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি সংস্থার তরফে কর্মীদের এই প্রসঙ্গে একটি ইমেল করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, বেশ কয়েকজন বিমান চালক হঠাৎই ইস্তফা দেওয়ায় পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কর্মীদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে নানা ধরনের দাবি করা হয়েছে। যার অন্যতম এয়ারলাইনটি বন্ধ হয়ে যেতে চলেছে। কিন্তু এই ধরনের খবরকে গুরুত্ব না দেওয়ার আর্জিই জানিয়েছেন আকাশ এয়ারের সিইও।

Advertisement

[আরও পড়ুন: সংবিধান থেকে উধাও ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’, কেন্দ্রের বিরোধিতায় সরব কংগ্রেস]

কিন্তু কেন এমন পরিস্থিতি? বিনয় জানাচ্ছেন, গত জুলাই থেকে শুরু করে বারবার পরিষেবায় সমস্যা সৃষ্টি হয়েছে। আর এর পিছনে রয়েছে বেশ কিছু বিমান চালকের আচমকা ইস্তফা দেওয়ার বিষয়টিই। তাঁরা চুক্তি অনুযায়ী বাধ্যতামূলক নোটিস পিরিয়ডেও থাকেননি। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে বলেও জানাচ্ছেন তিনি। আর সেই সঙ্গেই তাঁর দাবি, আকাশ এখানে দীর্ঘদিনের জন্য এসেছে। তা বন্ধ হওয়ার কোনও রকম সম্ভাবনাই নেই।

[আরও পড়ুন: টার্গেট লোকসভার ৪২ আসন, পুজো মিটতেই নয়া কর্মসূচি শুরু তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement