সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সবকা সাথ’ দেন কিনা সেসব নিয়ে বিরোধীদের বিস্তর অভিযোগ থাকতেই পারে। কিন্তু সংখ্যালঘুরা যে প্রধানমন্ত্রীর ‘সাথ’ চান, সেই বার্তা স্পষ্ট করে দিতে চায় আজমেঢ় শরিফ। মোদির জন্মদিনে তাঁর শুভকামনায় আজমেঢ় শরিফে ৪ হাজার কেজির নিরামিষ খাবার বিলি হবে। সেটা করবে দুটি মুসলিম সংগঠনই।
জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে উৎসবের আয়োজন করে গেরুয়া শিবির। মোদি সমর্থকরা ঘটা করে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন। এবার সেই উৎসবে শামিল হতে চলেছে আজমেঢ় শরিফ দরগা। জানা গিয়েছে, মোদির জন্মদিন উপলক্ষে ৪০০০ কেজি নিরামিষ খাবার বিলি করবে এই দরগা।
মোদির জন্মদিনে বিশেষ উদযাপনের ব্যবস্থা করেছে আজমেঢ় শরিফ। এদিন সকলের জন্য লঙ্গরের ব্যবস্থা করা হয়েছে। তবে খাবার সম্পূর্ণ নিরামিষ। এমনিতে এই দরগায় লঙ্গরে বিশেষ পোলাও বিলি করা হয়। চাল, গাওয়া ঘি সঙ্গে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট মিশিয়ে সেই খাবার তৈরি হয়। জানা গিয়েছে, মোদির জন্মদিনেও ওই পোলাও-ই বিলি করা হবে। যে কেউ চাইলে সেই খাবার পেতে পারেন। সকাল থেকেই শুরু হবে বিতরণ অনুষ্ঠান।
দরগার তরফে জানানো হয়েছে, ওইদিন রাতে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনাও হবে। মোদির সুস্থতা কামনায় দরগার সকলেই অংশ নেবেন সেই প্রার্থনায়। কোরানের অংশ পাঠ, কাওয়ালি গান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে বলেই জানা গিয়েছে। এই বিশেষ প্রার্থনা অবশ্য মোদির জন্মদিনে প্রতিবারই হয়। তবে ২০২৪ নির্বাচনের আগে আজমেঢ় শরিফ দরগা মোদির জন্য যে বিশেষ লঙ্গরের আয়োজন করছে, সেটা বেশ তাৎপর্যপূর্ণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.