Advertisement
Advertisement

Breaking News

Ajmer Dargah chief

শান্তির পক্ষে সওয়াল, মুসলিম যুবকদের জঙ্গি না হওয়ার আবেদন আজমের শরিফ প্রধানের

এসডিপিআই এবং পিএফআইয়ের তীব্র সমালোচনাও করেন তিনি।

Ajmer Dargah chief condemns PFI, SDPI, urges Muslim youth not to join radical outfits। Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:January 10, 2021 8:45 pm
  • Updated:January 10, 2021 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে যখন সাম্প্রদায়িক হিংসার ঘটনা বাড়ছে বলে অভিযোগ উঠছে, সেসময় মুসলিম যুবকদের কাছে জঙ্গি না হওয়ার আবেদন জানালেন আজমের শরিফ দরগার প্রধান। এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে এসডিপিআই ও পিএফআই নামক দুটি রাজনৈতিক সংগঠনের তীব্র সমালোচনাও করেন জাইনুল আবেদিন আলি খান (Zainul Abedin Ali Khan)।

শনিবার একটি ওয়েব মিনারের মাধ্যমে দেশের বিভিন্ন দরগা প্রধানের সামনে নিজের মনোভাব স্পষ্ট করেন আজমের শরিফ ধরগা (Ajmer Dargah)’র ধর্মীয় প্রধান। যেভাবে বিভিন্ন মৌলবাদী সংগঠন নিজেদের ভারতীয় মুসলিমদরদী প্রমাণ করার চেষ্টা করছে তারও প্রবল সমালোচনা করেন তিনি। এপ্রসঙ্গে বলেন, ‘বেশ কিছুদিন ধরে কয়েকটি মৌলবাদী সংগঠন এই দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ও পবিত্র সুফি দরগাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মুসলিম যুবকদের ভুল বোঝানোর চেষ্টা করছে। বিশ্ব ও ভারতের বিভিন্ন জায়গায় মুসলিমদের উপর অত্যাচারের মিথ্যে খবর ছড়িয়ে উত্তেজনা বাড়াচ্ছে। তাই প্রত্যেক দরগার প্রধানের কাছে আবেদন জানাব তাদের জায়গাকে এই ধরনের ঘৃণা ছড়ানোর কাছে ব্যবহার করতে দেবেন না। মুসলিম যুবকরা যাতে কোনওভাবে এই ধরনের মৌলবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ না রাখে সেদিকেও নজর রাখবেন।’

Advertisement

[আরও পড়ুন: সাতটি রাজ্যে বাড়ছে বার্ড ফ্লু’র সংক্রমণ, আতঙ্ক ছড়াচ্ছে দেশজুড়ে ]

এরপরই ভারতীয় মুসলিম যুবকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশজুড়ে পহেগাম-ই-আমন (Paigham-e-Aman) ও পহেগাম-ই-ইনসানিয়াৎ (Paigam-e-Insaniyat) বার্তা পৌঁছে দিতে হবে। মানবিকতা ও ভালবাসা দিয়ে জয় করে নিতে হবে সবার হৃদয়। এর ফলে মৌলবাদী সংগঠনগুলি নিজেদের উদ্দেশ্য পূরণ করতে পারবে না। দেশজুড়ে সৌভ্রাতৃত্বের পরিবেশ তৈরি হবে।’

[আরও পড়ুন: বিহারে এনডিএ’র ফাটল ক্রমেই বাড়ছে? জিতনরাম মাঁঝির টুইট ঘিরে তুঙ্গে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement