Advertisement
Advertisement

আজমের বিস্ফোরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দু’জনের

ওই মামলায় বেকসুর খালাস পেয়েছেন স্বামী অসীমানন্দ।

Ajmer Blast: Court awards life imprisonment to two convicts
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 22, 2017 9:12 am
  • Updated:December 31, 2019 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজমের দরগা বিস্ফোরণ মামলায় দুই দোষীকে আজীবন কারাদণ্ডের সাজা দিল জয়পুরের বিশেষ এনআইএ আদালত। মার্চের ৮ তারিখে এই মামলায় শুনানির শেষে দেবেন্দ্র গুপ্ত, ভাবেশ প্যাটেল ও সুনীল যোশীকে দোষী সাব্যস্ত করে আদালত। তারই প্রেক্ষিতে আজ সাজা ঘোষণা করে ভাবেশ প্যাটেল ও সুনীল যোশীকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত। তবে ওই মামলায় বেকসুর খালাস পেয়েছেন স্বামী অসীমানন্দ। মামলা চলাকালীন রহস্যজনক ভাবে মৃত্যু হয় সুনীল যোশীর।

[জীবন বাজি রেখে চিতার মুখ থেকে সন্তানকে ছিনিয়ে আনল মা]

২০০৭ সালে আজমেরের বিখ্যাত মইনউদ্দিন চিস্তির দরগায় ঘটা এক বিস্ফোরণে মৃত্যু হয়েছিল তিনজন নিরীহ লোকের। আহত হয়েছিলেন প্রায় ১৫ জন। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয় অসীমানন্দ-সহ বেশ কয়েকজনকে। প্রসঙ্গত, ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে ঘটা পাঁচটি বিস্ফোরণের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। ওই বিস্ফোরণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, মালেগাঁও ও সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ। জেরায় জঙ্গিযোগের কথা স্বীকার করেছিলেন অসীমানন্দ বলে নিজের রিপোর্টে উল্লেখ করেছিল রাজস্থান পুলিশের জঙ্গিদমন শাখা। তবে তা ধোপে টেকেনি। জোর করে তাঁর থেকে স্বীকারোক্তি নিয়েছে পুলিশ বলে আদালতে জানিয়েছিলেন তিনি।

Advertisement

[উত্তরপ্রদেশে তিনটি মাংসের দোকানে আগুন ধরল দুষ্কৃতীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement