সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৭ দিনের ব্যবধানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন অজিত পওয়ার। প্রথমে দেবেন্দ্র ফড়ণবিসের ‘ডেপুটি’ হয়ে শপথ নিয়েছিলেন এনসিপি প্রধান শরদ পওয়ারের ভাইপো। এরপর আরব সাগর দিয়ে বহু জল গড়িয়ে গিয়েছে। এখন অবিজেপি জোটের সেকেন্ড-ইন-কমান্ড তিনি।
সোমবার মহারাষ্ট্রের মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। ইতিপূর্বে সাতজন মন্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন উদ্ধব ঠাকরে। এদিন আরও ৩৬ জন বিধায়ক এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন। যাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম আদিত্য ঠাকরে। নির্বাচনের পরবর্তী সময় থেকেই আদিত্যর গুরুত্ব বাড়ছিল। একসময় তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসানোর জল্পনাও শুরু হয়েছিল। কিন্তু সেই ফর্মূলাতে রাজি হয়নি বাকি দুই দল। ফলে তিন দলের জোটের মুখ্যমন্ত্রী হন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে। তবে এবারই বাবার ছত্রছায়ায় মন্ত্রীত্বে হাতেখড়ি হল আদিত্যরও। সোমবার শপথ নিলেও কোন মন্ত্রকের দ্বায়িত্ব পেয়েছেন, তা একনও স্পষ্ট নয়।
দীর্ঘ টালবাহানার পর গত ২৩ নভেম্বর দেবেন্দ্র ফড়ণবিসের নেতৃত্বাধীন সরকার শপথ নেয়। ৮০ ঘণ্টার সেই সরকারের উপ মুখ্যমন্ত্রী ছিলেন অজিত পওয়ার। যদিও সেই সরকার মসনদে টেকেনি। হাওয়ার বদলাতেই তিনি শিবির বদল করে শিব সেনা-এনসিপি-কংগ্রেস শিবিরে যোগ দেন। এবার অ-বিজেপি শিবিরের উপ মুখ্যমন্ত্রী হলেন তিনি।
মহারাষ্ট্র বিধানসভায় ২৮৮ আসন। নিয়ম অনুযায়ী মোট বিধায়ক সংখ্যার ১৫ শতাংশ হিসেবে ৪৩ জনের বেশি মন্ত্রিসভা হতে পারে না। গত ২৮ নভেম্বর উদ্ধব ঠাকরে-সহ মোট সাত জন শপথ নিয়েছিলেন। আজ বাকিরা শপথ নেন। শিব সেনার বিধায়ক আদিত্য ঠাকরে, অনিল পরব, সঞ্জয় রাঠোর, গুলাবরাও পাতিল, দাদা ভুসে ও সন্দীপন ভুমরে শপথ নেন। এনসিপি থেকে মন্ত্রী হচ্ছেন দি্লীপ ওয়ালেস পাতিল, ধনঞ্জয় মুন্ডে, অনিল দেশমুখ, হাসান মুশারিফ, রাজেন্দ্র সিংঘনে, নওয়াব মালিক, রাজেশ তোপে, বালাসাহেব পাতিল, জিতেন্দ্র অওয়াধ। কংগ্রেস থেকে অশোক চহ্বাণ, বিজয়, ভারসে গাইকোয়াড়ে, সুনীল কেদার, অমিত দেশমুখ, ঘয়াসমতি ঠাকুর, আসলাম শেইখ ও কেসি পদভি মন্ত্রী পদে শপথ নেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.