Advertisement
Advertisement

Breaking News

অজিত পওয়ার

মহানাটকীয়! ফের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে বসছেন অজিত পওয়ার

বিজেপিকে ঠকানোর পুরস্কার?

Ajit Pawar To Be Maharashtra Deputy Chief Minister again

ফাইল ফটো

Published by: Subhajit Mandal
  • Posted:December 24, 2019 6:13 pm
  • Updated:December 24, 2019 6:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে মহানাটকীয় মোড়। যে অজিত পওয়ার (Ajit Pawar) নিজের দলকে ধোঁকা দিয়ে বিজেপির হাত ধরে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই অজিত পওয়ার আবার নিজের হারানো আসন ফিরে পাচ্ছেন। সব ঠিক থাকলে ফের মারাঠাভূমের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন এনসিপির ‘দাদা’। আগামী ৩০ ডিসেম্বর অজিত উদ্ধব ঠাকরের ডেপুটি পদে শপথ নিতে চলেছেন বলে সূত্রের খবর।

Ajit-Pawar
এই সপ্তাহেই মন্ত্রিসভার বিন্যাস করে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করার কথা উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray)। তাঁর আগেই অজিত পওয়ারকে উপমুখ্যমন্ত্রী করার দাবি তুলতে শুরু করেছে এনসিপি। মঙ্গলবার এনসিপি নেতা নবাব মালিক জানান, “এনসিপির কর্মী সমর্থকরা চাইছেন, অজিত দাদা পওয়ার ফের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হোন। আমরা দলের নেতাদের সেকথা জানিয়েও দিয়েছি। শীঘ্রই মন্ত্রিসভার বিস্তার হবে। তখনই বোঝা যাবে কে কোন দায়িত্ব পাচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: গুরুত্ব পেল না রাজ্যের আপত্তি! কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ এনপিআর আপডেটের প্রস্তাব]

শুধু নবাব একা নন, এনসিপির অনেকেই চাইছেন ফের অজিত উপমুখ্যমন্ত্রীর আসনে বসুন। এরই মধ্যে সোমবার সন্ধেবেলা বৈঠকে বসেন শরদ পওয়ার-উদ্ধব ঠাকরে। সেখানেই ঠিক হয়, ফের অজিতকেই সিংহাসনে বসানো হবে। সংবাদমাধ্যমের সামনে তা সরাসরি ঘোষণা না করলেও তাৎপর্যপূর্ণভাবে শরদ পওয়ার বলেন, “অজিত দল ছেড়ে চলে গিয়েছিল। এটা জানার পরও দলের সকলেই ওঁকে সম্মান করে।” এরপরই জানা যায়, অজিতের উপমুখ্যমন্ত্রী হওয়াটা কার্যত পাকা। এবং আগামী ৩০ ডিসেম্বরই শপথ নেবেন তিনি।

[আরও পড়ুন: ফিকে হচ্ছে ম্যাজিক! মোদি-শাহর প্রচার করা বেশিরভাগ আসনেই হেরেছে বিজেপি]


মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে দল ভেঙে বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন অজিত। দলের কয়েকজন বিধায়ককে ভাঙিয়েও নিয়ে যান তিনি। রাতারাতি শপথ নেন উপমুখ্যমন্ত্রী পদে। মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়ণবিস। তবে, শেষপর্যন্ত বিজেপির সেই সরকার টেকে না। অজিত পদত্যাগ করে এনসিপি শিবিরে ফিরে আসেন। তারপর থেকেই প্রত্যাশা করা হচ্ছিল ফের উপমুখ্যমন্ত্রী হবেন অজিত। এবার সরকারিভাবে সেই জল্পনায় শিলমোহর পড়ে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement