Advertisement
Advertisement

Breaking News

Ajit Pawar

‘দেশের ৬৫ শতাংশ মানুষ মোদিকেই ফের প্রধানমন্ত্রী চান’, জোটপ্রচার শুরু অজিতের

লোকসভায় এনডিএ জোটের ৪০০ আসন নিশ্চিত করব, বললেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী।

Ajit Pawar Says, More Than 65% People Want Narendra Modi To Be PM Again | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 25, 2024 5:04 pm
  • Updated:February 25, 2024 5:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাকা শরদের হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন। যদিও ভাইপো অজিত পওয়ারের (Ajit Pawar) জীবনে বর্ষীয়ান কাকা এখন অতীত। বর্তমান হল বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রবিবার নিজের কেন্দ্রে মোদির হয়ে প্রচার শুরু করে দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত। তিনি দাবি করেন, দেশের ৬৫ শতাংশ মানুষ মোদিকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

রবিবার বারামোতিতে একটি কৃষক সভায় অংশ নেন অজিত। জানান, এই সভা থেকেই আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করলেন তিনি। স্থানীয় বিধায়ক অজিত বলেন, “আপনারা বরাবর আশীর্বাদ করেছেন আমাকে। সেই জোরেই আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। আপনারাই পুণে জেলা থেকে মন্ত্রী হতে সাহায্য করেছেন।” এর পরেই মোদি স্তুতি শুরু করেন অজিত। বলেন, “৬৫ শতাংশেরও বেশি মানুষ নরেন্দ্র মোদিকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে চান। আগামী দিনগুলিতে পরিশ্রম করে সবাইকে চমকে দেব। একসঙ্গে কাজ করে আসন্ন লোকসভা ভোটে এনডিএ জোটের ৪০০ আসন নিশ্চিত করব আমরা।”

Advertisement

 

[আরও পড়ুন: সম্প্রীতি উড়ালপুলের গার্ডরেলে বেপরোয়া বাইকের ধাক্কা, মৃত ২]

অজিত নিজের সমর্থক এবং অনুগামীদের উদ্দেশে বলেন, “এমন মন্তব্য করবেন না যাতে করে মানুষে মানুষে বিভাজন তৈরি হয়। কারও ভাবাঘাতে আঘাত করবেন না। লোকসভার নির্বাচনে সাফল্য নিশ্চিত করতে সঙ্কীর্ণতা ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমারেদর।” মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী আরও বলেন, “আমরা উন্নয়নের পথে এগোতে চাই। ফলে আমরা সেই সাংসদ নির্বাচিত করব, যিনি ওই পথে হাঁটবেন।” উল্লেখ্য, মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছে বিজেপি, শিব সেনার একনাথ শিণ্ডে শিবির এবং অজিত পওয়ারের এনসিপি। ভোটের আগে সেখানে দলবদলের খেলা চলছে। কংগ্রেস ছেড়ে একাধিক নেতা বিজেপিতে যোগ দিয়েছেন।

 

[আরও পড়ুন: লাগাতার হিংসায় জ্বলছে সন্দেশখালি, কী বলছেন তারকা সাংসদ নুসরত?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement