Advertisement
Advertisement
Ajit Pawar

অজিতের বৈঠকে হাজির প্রায় দ্বিগুণ বিধায়ক! শক্তি পরীক্ষার প্রথম রাউন্ডে কাকাকে মাত ভাইপোর

নিজের শিবিরের বিধায়কদের হোটেলে বন্দি করলেন অজিত।

Ajit Pawar outplays uncle Sharad in NCP race, stakes claim to party symbol | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 5, 2023 3:51 pm
  • Updated:July 5, 2023 5:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘৮৩ বছরের প্রবীণ যোদ্ধা লড়বেন’, শক্তি পরীক্ষার আগে শরদ পওয়ার প্রতি এনসিপি নেতাদের আবেগ উসকে দিয়েছিলেন সুপ্রিয়া সুলে। কিন্তু তাতে বিশেষ লাভ হল না। এনসিপির দুই যুযুধান শিবিরের শক্তি পরীক্ষার লড়াইয়ে প্রথম রাউন্ডে এগিয়ে গেলেন অজিত পওয়ারই।

বুধবার নিজেদের শক্তি দেখানোর জন্য এনসিপির দুই বিবদমান শিবিরই দলের বিধায়কদের বৈঠক ডেকেছিল। অজিত নাকি শরদ, কার ‘পাওয়ার’ বেশি সেদিকে নজর ছিল গোটা দেশের রাজনৈতিক মহলের। শেষ পর্যন্ত দেখা গেল শক্তি প্রদর্শনের প্রথম রাউন্ডে ভাইপো অজিত কাকাকে মাত করে দিলেন। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী, অজিতের ডাকা এদিনের বৈঠকে ৩২ জন বিধায়ক হাজির ছিলেন। সেই সঙ্গে হাজির ছিলেন বেশ কয়েকজন এমএলসি। তবে অজিত শিবির সূত্রের দাবি, আরও বেশ কয়েকজন বিধায়ক তাঁদের সমর্থন করবেন। কিন্তু তাঁরা আজকের বৈঠকে নেই। 

Advertisement

[আরও পড়ুন: ফের চরমে রাজ্যপাল-কমিশনার সংঘাত, সিভি আনন্দের তলবে সাড়া দিলেন না রাজীব সিনহা]

অন্যদিকে শরদ পওয়ারের ডাকা বৈঠকে এদিন হাজির ছিলেন ১৭ জন বিধায়ক। পাঁচজন সাংসদ এবং কয়েকজন এমএলসি। সংখ্যাটা অজিতের তুলনায় কম হলেও আগামী দিনে সেটা বাড়তে বলে দাবি শরদ শিবিরের। তাঁদের অভিযোগ, অজিত পওয়ার দলের বিধায়কদের ফোন করে বুঝিয়েছেন, বিজেপির সঙ্গে না গেলে তাঁদের বিধানসভা কেন্দ্রের উন্নয়নের কাজ আটকে যাবে। তবে আগামী দিনে আরও বেশ কিছু বিধায়ক তাঁদের শিবিরে ভিড়বেন বলে দাবি শরদ শিবিরের নেতাদের। দলের বিধায়কদের ধরে রাখার ব্যাপারে সন্দিহান অজিত শিবিরও। এদিনের বৈঠক শেষে নিজের শিবিরের বিধায়কদের একটি হোটেলে বন্দি করে ফেলেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। 

[আরও পড়ুন: জোগানে ঘাটতি, সবজির পর মাছও অগ্নিমূল্য বাজারে, নজরদারি টাস্ক ফোর্সের]

তাৎপর্যপূর্ণভাবে কাকার তুলনায় বিধায়ক সমর্থন বেশি থাকলেও এদিনের বৈঠক শেষে বিশেষ স্বস্তিতে থাকবেন না অজিত। কারণ দলের প্রতীক এবং নাম নিজের দখলে রাখতে অন্তত ৩৬ বিধায়কের সমর্থন তাঁর প্রয়োজন। এখনও সেই সংখ্যায় তিনি পৌঁছাতে পারেননি।  যদিও নির্বাচন কমিশনে তিনি ৪০ বিধায়কের সমর্থন আছে বলে দাবি করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement