Advertisement
Advertisement

Breaking News

Ajit Doval

ভোটের মুখে ডোভালের সঙ্গে কথা মার্কিন নিরাপত্তা উপদেষ্টার, আঞ্চলিক সুরক্ষা নিয়ে আলোচনা

কদিন আগেই পান্নুনকে খুনের চেষ্টার ষড়যন্ত্রে ডোভালকে সমন পাঠায় মার্কিন আদালত।

AJit Doval and Jake Sullivan discuss on key security initiatives
Published by: Kishore Ghosh
  • Posted:October 31, 2024 2:57 pm
  • Updated:October 31, 2024 3:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহ পরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে আঞ্চলিক সুরক্ষা-সহ একাধিক বিষয়ে আলোচনা করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। টেলিফোনিক আলাপচারিতায় পরিবেশবান্ধব পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন নিয়েও কথা হয় ডোভাল ও সালিভানের মধ্যে।

৫ নভেম্বর মার্কিন মুলুকে ভোট। যদিও তার আগেই নিয়ম মেনে সে দেশে ‘আর্লি ভোট’ শুরু হয়েছে ৪৭টি রাজ্যে। কয়েক লক্ষ মানুষের ভোটদানের পর সর্বশেষ জনমত সমীক্ষা প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, কাঁটায়-কাঁটায় টক্কর চলছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে। অর্থাৎ ক্ষমতা বদলের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই ডেমোক্র্যাটরাই দ্বিতীয়বার মসনদ দখল রাখলেও অবাক হওয়ার কিছু নেই। এই পরিস্থিতিতে ডোভাল ও সালিভানের টেলিফোনিক আলোচনা তাৎপর্যপূর্ণ।

Advertisement

গুরুপতবন্ত সিং পান্নুনকে খুনের চেষ্টার ষড়যন্ত্র নিয়ে বিতর্ক থামনি এখনও। নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিসের নেতাকে খুনের ষড়যন্ত্রের অভিযোগে কয়েক দিন আগেই ডোভালকে সমন পাঠিয়েছিল নিউ ইয়র্কের একটি আদালত। এই আবহে বৃহস্পতিবার সালিভানের সঙ্গে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সুরক্ষার নিয়ে আলোচনা করেন ডোভাল। এই সঙ্গে কথা হয় পরিবেশবান্ধব পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনে নয়াদিল্লি-ওয়াশিংটন যৌথ উদ্যোগের বিষয়েও। যা ভারতের মতো জনবহুল দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেশে বিকল্প বিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement