সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখিমপুর কাণ্ডে (Lakhimpur Kheri Incident) জেলবন্দি ছেলেকে নিয়ে প্রশ্ন করতেই ক্ষেপে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র (Union Minister Ajay Mishra)। প্রকাশ্যে এল ভিডিও। সেখানে দেখা গেল, সাংবাদিকের প্রশ্নের উত্তরে মেজাজ হারিয়ে সংবাদ মাধ্যমের লোকেদের মাইক কেড়ে নিচ্ছেন তিনি। এমনকী এক সাংবাদিককে ‘চোর’ বলেন চিৎকার করে। গোটা ঘটনায় সংবাদ মাধ্যমকে নিগ্রহের অভিযোগ উঠল অজয় মিশ্রর বিরুদ্ধে।
এদিন লখিমপুর খেরিতে একটি অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র। গতকালই তিনি লখিমপুর কাণ্ডে অভিযুক্ত ছেলে আশিস মিশ্রকে (Ashish Mishra) দেখতে জেলে গিয়েছিলেন। এক সাংবাদিক উত্তর প্রদেশের পুলিশের সিটের রিপোর্টের প্রসঙ্গ তোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে, যেখানে লখিমপুরের মর্মান্তিক ঘটনা পূর্বপরিকল্পিত বলা হয়েছে। সে কথা শুনেই ক্ষেপে ওঠেন অজয় মিশ্র।
সাংবাদিকের উপর চড়াও হয়ে চেঁচিয়ে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী, “বোকার মতো প্রশ্ন করবে না। মাথা খারাব হ্যায় বে? (মাথা খারাপ হয়ে গেছে নাকি?)” এরপর অন্য এক সাংবাদিকের হাত থেকে মাইক কেড়ে নেন মন্ত্রী। এবং বলেন, “মাইক বনধ করো বে (মাইক বন্ধ করো)।” এমনকী এক সাংবাদিককে ‘চোর’ বলেও সম্বোধন করতে শোনা যায়।
#WATCH | MoS Home Ajay Kumar Mishra ‘Teni’ hurls abuses at a journalist who asked a question related to charges against his son Ashish in the Lakhimpur Kheri violence case. pic.twitter.com/qaBPwZRqSK
— ANI UP (@ANINewsUP) December 15, 2021
এদিকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরি কাণ্ডে আজ ফের অস্বস্তি বেড়েছে শাসক দল বিজেপির (BJP)। মঙ্গলবারই বিশেষ তদন্তকারী দল তথা সিটের রিপোর্টে দাবি করা হয়েছিল, লখিমপুরে কৃষক মৃত্যুর মর্মান্তিক ঘটনা পূর্বপরিকল্পিত। পরে তাদের তরফে আদালতে আবেদন করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ‘খুনের চেষ্টা’র ধারা যুক্ত করার অনুমতি দেওয়া হোক। তাদের আবেদনে সাড়া দিয়েছে আদালতও। যার ফলে অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে এবার এই ধারাও যুক্ত হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রও। স্বাভাবিক ভাবেই, এর ফলে মুখ পুড়ল শাসক দলের।
অন্য দিকে লখিমপুর কাণ্ডের আলোচনার দাবি তুলে এদিনও লোকসভা ও রাজ্যসভায় হই-হট্টগোল করেন বিরোধীরা। যার জেরে রাজ্যসভা দুপুর ১২টা অবধি ও লোকসভা দুপুর ২টো অবধি স্থগিত করে দেওয়া হয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) লখিমপুর কাণ্ডে কড়া অবস্থান নেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে (Ajay Mishra) মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.