Advertisement
Advertisement

এয়ারটেল গ্রাহকদের জন্য ‘খারাপ খবর’

কী সেই খবর?

Airtel users, here's 'bad news' for you
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 14, 2016 9:23 am
  • Updated:December 14, 2016 9:25 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারকারীরা লক্ষ্য করে থাকবেন গত কয়েকদিন ধরেই ইন্টারনেট পরিষেবা নানা কারণে ব্যাহত হচ্ছে৷ কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে ভারতী এয়ারটেলের পরিষেবায় রীতিমতো নাজেহাল হয়েছেন গ্রাহকরা৷ খারাপ ইন্টারনেট পরিষেবার জন্য সমস্যার সম্মুখীন হতে হয়েছে গ্রাহকদের৷

এয়ারটেলের ইন্টারনেট এবং ব্রডব্যান্ড ব্যবহারকারীরা গতকাল থেকেই স্লো ইন্টারনেট পরিষেবা পাচ্ছেন বলে জানা গিয়েছে৷ আর এই সমস্যাই আরও বেশ কিছুক্ষণ জারি থাকবে বলে জানিয়ে দেওয়া হল এয়ারটেলের পক্ষ থেকে৷

Advertisement

এয়ারটেলের মুখপাত্র জানিয়েছেন চেন্নাইয়ে সাইক্লোন ভারদার প্রভাবেই এই ঘটনা ঘটেছে৷ বিবৃতিতে তিনি জানিয়েছেন, “গতকাল চেন্নাইয়ের সমুদ্র উপকূলে সাইক্লোনের প্রভাবে সমুদ্রের নিচে যে আন্তর্জাতিক কেবল রয়েছে, তা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এরই ফলে ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ফলত দেশের কিছু অঞ্চলের গ্রাহকরা সাময়িকভাবে স্লো ইন্টারনেট সমস্যার সম্মুখীন হবেন৷” পরিষেবা স্বাভাবিক করে তুলতে ইতিমধ্যেই এয়ারটেল কর্মীরা কাজে নেমে পড়েছেন বলেও সংস্থার তরফ থেকে জানানো হয়৷

প্রসঙ্গত, দক্ষিণ ভারতে ভারদার ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে৷ ১০০ কিলোমিটার বেগে আসা এই সাইক্লোনের প্রভাবে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের৷ ঝড়ের ফলে ভেঙে গিয়েছে বহু গাছ৷ ফোন এবং ইন্টারনেট পরিষেবার পাশাপাশি সেখানে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবাও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement