সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকিট? পরিচয়পত্র? আর কোনও কিছুরই প্রয়োজন হবে না৷ এবার বিমানযাত্রার জন্য আপনার হাতের আঙুলটিই যথেষ্ট৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি৷ কিন্তু কীভাবে?
আসলে বিমানযাত্রাকে আরও সহজ করে তুলতে উদ্যোগী অসামরিক বিমানমন্ত্রক৷ সেই কারণেই বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করার পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ অর্থাৎ বায়োমেট্রিক মেশিনে আঙুল ছোঁয়ালেই আপনার বিস্তারিত পরিচয় সরাসরি নথিভুক্ত হয়ে যাবে৷ ফলে বিমানবন্দরের টার্মিনালে অনায়াসেই প্রবেশ করা যাবে৷ অন্তত আন্তর্দেশীয় বিমান যাত্রার ক্ষেত্রে এই পরিষেবাই বলবৎ হতে চলেছে৷ ইতিমধ্যেই হায়দরাবাদ বিমানবন্দরে বায়োমেট্রিক পদ্ধতির পাইলট প্রজেক্ট সফলও হয়েছে৷ বায়োমেট্রিকে আঙুলের ছাপ দিয়ে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশ করতে পেরেছেন যাত্রীরা৷
বর্তমানে বিমানবন্দরে ঢোকার জন্য যাত্রীকে টিকিট এবং পরিচয়পত্র দেখাতে হয়৷ কিন্তু বায়োমেট্রিক ব্যবহার চালু হয়ে গেলে সেসবের প্রয়োজন হবে না৷ অসামরিক বিমানমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১০০ কোটির বেশি মানুষের কাছে আধার কার্ড রয়েছে৷ এই কার্ড ইস্যু করার সময় ডিজিটাল রেজিস্ট্রেশনের জন্য আঙুলের ছাপ নেওয়া হয় এবং আইরিস স্ক্যান হয়৷ আর সেটিই বায়োমেট্রিকে ব্যবহার করা হবে৷ ভারতীয় এয়ারপোর্ট অথরিটি (এএআই) চেয়ারম্যান গুরুপ্রসাদ মহাপাত্র জানান, হায়দরাবাদ ইতিমধ্যেই এই পদক্ষেপ নিয়েছে৷ দিল্লি, মুম্বইয়ের মতোই গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিকেও এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়িত করার পরামর্শ দেওয়া হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.