Advertisement
Advertisement

Breaking News

SBI-কে সম্পত্তি বিক্রি করছে ঋণে জর্জরিত এয়ার ইন্ডিয়া

রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থাটি এখন দেনার দায়ে ধুঁকছে।

Air India to sell 2 properties to SBI, may fetch Rs 50 crore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 5, 2017 9:55 am
  • Updated:November 5, 2017 9:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেনার দায়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে নিজেদের দুটি সম্পত্তি বিক্রি করতে চলেছে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা এয়ার ইন্ডিয়া। ৫০ কোটি টাকার বিনিময়ে এয়ার ইন্ডিয়া দুটি বাসভবন বিক্রি করে দিতে পারে এসবিআইয়ের কাছে, সূত্রের খবর এমনটাই।

[প্রকাশ্যে এল শিব সেনা সাংসদের ‘Unedited’ গুণ্ডামি, দেখুন ভিডিও]

এয়ার ইন্ডিয়াকে ধীরে ধীরে ঋণমুক্ত করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ৫০ হাজার কোটি টাকারও বেশি ঋণে ডুবে রয়েছে সংস্থাটি। কাজ চালানোও দুষ্কর হয়ে উঠেছে এয়ার ইন্ডিয়ার কর্তাদের কাছে। জরুরি ভিত্তিতে ১৫০০ কোটি টাকার ঋণ শোধ করতে চাইছেন সংস্থার কর্তারা। আর তাই ঋণের দায়ে নিজেদের প্রচুর সম্পত্তির মধ্যে অল্প কিছু বিক্রি করে খানিকটা হলেও ঋণমুক্ত হতে চাইছে এয়ার ইন্ডিয়া।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, এসবিআই ও এয়ার ইন্ডিয়ার মধ্যে এই বিষয়ে প্রাথমিক কথাবার্তাও সারা। এই প্রথম নয় অবশ্য, এর আগেও একাধিক সম্পত্তি বিক্রি করে খানিকটা ঋণমুক্ত হতে চেয়েছে এয়ার ইন্ডিয়া। কিন্তু সম্পত্তি কেনার লোক পাওয়া যায়নি। এর আগে মুম্বইয়ের চারটি ফ্ল্যাট বিক্রি করে এসবিআইকে ৯০ কোটি টাকা শোধ করেছে রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থাটি। এয়ার ইন্ডিয়া চাইছে, কেউ থাকেন না বা বহুদিন ধরে খালি পড়ে রয়েছে এমন কয়েকটি বাসভবন বিক্রি করে অবিলম্বে কিছুটা ঋণ শোধ করতে। ২০১২-য় ক্যাবিনেট কমিটির পরিকল্পনা মোতাবেক এভাবে সম্পত্তি বিক্রি করে ৫০০০ কোটি টাকা শোধ করতে চাইছে এয়ার ইন্ডিয়া।

[এয়ার ইন্ডিয়ায় ৩০০ কেবিন ক্রু নিয়োগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement