Advertisement
Advertisement

Breaking News

দু’হাজার কর্মী নিয়োগ, ঢেলে সাজছে এয়ার ইন্ডিয়া

আগামী দু-তিন বছরে আরও ১০০টি বিমান আনবে এয়ার ইন্ডিয়া৷ সেই কারণে সংস্থাটি আরও কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে৷

Air India to fill 2000 vacancy in next 2-3 years
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2016 6:44 pm
  • Updated:September 16, 2020 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দু-তিন বছরে আরও ১০০টি বিমান আনবে এয়ার ইন্ডিয়া৷ সেই কারণে সংস্থাটি আরও কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে৷ বিমানচালক ও কেবিন ক্রু-সহ প্রায় ২ হাজার কর্মী নিয়োগ করবে এই বিমান সংস্থা৷

এয়ার ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার এন শিবরামকৃষ্ণণ জানান, “আমরা গত বছর আগস্ট থেকে এখনও পর্যন্ত ২৫০ জন পাইলট বা বিমানচালককে নিয়োগ করেছি৷ আগামী দু-তিন বছরে আরও ৫০০ জনকে নিয়োগ করা হবে৷ বিমানের দ্রুত সম্প্রসারণের জন্যই বেশি পরিমাণ বিমানচালক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷”

Advertisement

গত বছর এই বিমান সংস্থা ২০০ জন ট্রেনি পাইলট নেবে বলে ঠিক করে ছিল৷ তবে তাঁদের মধ্যে থেকে ৭৮ জনকে বেছে নেওয়া হয়েছিল৷ চলতি বছর ডিসেম্বরে ১৫০ জন বিমানচালকের প্রশিক্ষণ শেষ হবে বলে খবর৷ ফলে চালকের সংখ্যা বাড়লে বিমানের সংখ্যা বাড়াতে অসুবিধা হবে না৷ সংস্থার তরফে আরও জানানো হয়েছে, বর্তমানে তাদের মোট ৮৫৮ জন পাইলট রয়েছেন৷ তবে বিমানের সংখ্যা বৃদ্ধিজ কথা মাথায় রেখে আরও চালক নিয়োগ করতে হবে৷ সে জন্য ইতিমধ্যেই বিজ্ঞাপন দিয়ে পাইলট খোঁজার কাজ শুরু হয়েছে৷

চালকের পাশাপাশি আগামী দু-তিন বছরে দেড় হাজার কেবিন ক্রুও নিয়োগ করা হবে৷ বর্তমানে সংস্থায় ৩০০০ কেবিন ক্রু কর্মী রয়েছেন৷ এঁদের ট্রেনিংয়ের জন্য এটিআর সিমুলেটরের ব্যবস্থা করা হবে৷ যার জন্য খরচ হবে ৬৫ কোটি টাকা৷ এর সঙ্গে প্রশিক্ষণের জন্য খরচ হবে কমপক্ষে ৬ কোটি টাকা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement