সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনের (Palestine) জঙ্গি গোষ্ঠী হামাস এবং ইজরায়েলের যুদ্ধ অব্যাহত। ইজরায়েলের (Israel) অন্যতম গুরুত্বপূর্ণ শহর তেল আভিভ এখনও নিরাপদ নয়। এই অবস্থায় আগামী ১৮ অক্টোবর পর্যন্ত তেল আভিভে যেমন যাবে না এয়ার ইন্ডিয়ার (Air India) কোনও বিমান, তেমই সেখান থেকে ছাড়বে না এই সংস্থার বিমান। উল্লেখ্য, এর আগে ১৪ অক্টোবর অবধি তেল আভিভে বিমান পরিষেবা বাতিল করেছিল এয়ার ইন্ডিয়া। পরিস্থিতির উপর নজর রেখে এদিন তা বাড়ানো হল।
ইজরায়েল-হামাস গত আট দিনের রক্তক্ষয়ী লড়াইয়ে প্রাণ হারিয়েছেন তিন হাজারের উপর মানুষ। একদিকে যেমন ইজরায়েল-প্যালেস্টাইন সীমান্তে সক্রিয় হামাস জঙ্গিরা। অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হুঁশিয়ারি মতোই অবরুদ্ধ গাজা স্ট্রিপ। মুহুর্মুহু বিমানহানা চলছে সেখানে। ইতিমধ্যে ধ্বংসের নগরিতে পরিণত হয়েছে গাজা। এই অবস্থায় তেল আভিভিতে ১৮ অক্টোবর অবধি যাবতীয় বিমান পরিষেবা বাতিল করা হল।
সাধারণত দিল্লি থেকে তেল আভিভির পাঁচটি উড়ান মেলে এক সপ্তাহে। সোম, মঙ্গল, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার থাকে ওই উড়ানগুলো। আপাতত যা মিলবে না। তবে যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে বিশেষ বিমান পরিষেবা জারি থাকছে। ভারত সরকারের নির্দেশ মতো ‘অপরেশন অজয়ে’র মাধ্যমে ফেরানো হচ্ছে ভারতীয়দের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.