Advertisement
Advertisement

Breaking News

Air India

ইজরায়েলে লাগাতার মিসাইল হামলা ইরানের, উড়ান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ দিল্লি-তেল আভিভ উড়ান।

Air India suspends fights from Delhi to Tel Aviv

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 14, 2024 8:58 pm
  • Updated:April 14, 2024 8:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানের সঙ্গে ব্যাপক সংঘাত। ইজরায়েল লক্ষ্য করে অন্তত ৩০০ মিসাইল ছুড়েছে ইরান। এহেন যুদ্ধ পরিস্থিতিতে সেদেশে নিজেদের পরিষেবা বন্ধ করে দিল এয়ার ইন্ডিয়া (Air India)। দিল্লি থেকে তেল আভিভ পর্যন্ত উড়ান চলাচল বন্ধ হয়ে গেল। রবিবার থেকেই বন্ধ হল পরিষেবা।

শনিবার গভীর রাতে হামলা (Israel-Iran Conflict) চালায় ইরান। অসংখ্য ড্রোন ও মিসাইল আছড়ে পড়তে থাকে ইজরায়েলের ভূখণ্ডে। ইজরায়েলি সেনার শেয়ার করা একটি ভিডিওয় দেখা গিয়েছে, কীভাবে ইরানের হামলার সঙ্গে সঙ্গেই সাইরেন বেজে উঠছে। এদিকে ইরানের হামলার পালটা জবাব দিয়েছে তেল আভিভ। একেই হামাস বিরোধী অভিযানে বেশ উত্তপ্ত ইজরায়েল। একই সময়ে ইরানের হামলা। সবমিলিয়ে ইজরায়েলের পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে।

Advertisement

[আরও পড়ুন: কথা দিয়েছিলেন মোদি, অথচ বিজেপির ইস্তেহারে নেই ইডির বাজেয়াপ্ত টাকা ফেরানোর প্রতিশ্রুতি]

এহেন পরিস্থিতিতে ইজরায়েলে নিজেদের পরিষেবা ফের বন্ধ করে দিল এয়ার ইন্ডিয়া। উড়ান সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রবিবার থেকে দিল্লি (Delhi)-তেল আভিভ (Tel Aviv) উড়ান পরিষেবা স্থগিত। কবে আবার এই উড়ান পরিষেবা শুরু হবে, সেই নিয়ে বিশদে কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। উল্লেখ্য, দিল্লি থেকে সপ্তাহে চারটি বিমান ওড়ায় এয়ার ইন্ডিয়া। একই সংখ্যক বিমান ওড়ে তেল আভিভ থেকেও।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইজরায়েল-হামাস সংঘর্ষ শুরুর পরেও বিমান পরিষেবা বাতিল করে দিয়েছিল এয়ার ইন্ডিয়া। তার আগে সপ্তাহে পাঁচবার তেল আভিভে বিমান চালাত সংস্থাটি। কিন্তু হামাস সংঘাতের পর ১৮ অক্টোবর অবধি যাবতীয় বিমান পরিষেবা বাতিল করা হয়। তার পর আরও বাড়ানো হয় বিমান বাতিলের মেয়াদ। শেষ পর্যন্ত গত ৩ মার্চ থেকে ফের তেল আভিভ অবধি এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা শুরু হয়। কিন্তু একমাস কাটতেই ফের বন্ধ পরিষেবা।

[আরও পড়ুন: মুদ্রাস্ফীতি, বেকারত্ব, এমএসপি নিয়ে ঘোষণা কই? বিজেপির ‘ঘোষণাপত্র’কে ‘জুমলাপত্র’ বলল কংগ্রেস]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement