Advertisement
Advertisement

Breaking News

এয়ার ইন্ডিয়ার টিকিটে ‘সুপার সেল’

এই 'সুপার সেল' স্কিম অবশ্য সারা বছর মিলবে না৷ সুতরাং সস্তায় বিমান চড়ার ইচ্ছেপূরণ করতে হলে ২৫ মে-র মধ্যেই কাটতে হবে টিকিট৷ সেই টিকিটে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশের যে কোনও প্রান্তে যেতে পারবেন যাত্রীরা৷

Air India ‘Super Sale’ fares starting at Rs 1,499
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 22, 2016 11:47 am
  • Updated:September 16, 2020 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিযোগিতার বাজারে বিমান সংস্থাগুলি যাত্রীদের বিভিন্ন অফার দিয়ে চলেছে৷ অন্যান্য বিমান সংস্থার থেকে এগিয়ে থাকার জন্যই এমন স্ট্র্যাটেজি৷ তবে এবারের অফারটি আগের সব অফারকে হার মানিয়েছে! কারণ ১,৪৯৯ টাকার বিনিময়েই এবার যাত্রীদের আকাশে ওড়ার সুযোগ দিচ্ছে এয়ার ইন্ডিয়া৷
না, কোনও অতিরিক্ত টাকা খরচ করতে হবে না৷ ১,৪৯৯ টাকার মধ্যেই সমস্ত আনুসঙ্গিক খরচ যুক্ত রয়েছে৷ এই ‘সুপার সেল’ স্কিম অবশ্য সারা বছর মিলবে না৷ সুতরাং সস্তায় বিমান চড়ার ইচ্ছেপূরণ করতে হলে ২৫ মে-র মধ্যেই কাটতে হবে টিকিট৷ সেই টিকিটে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশের যে কোনও প্রান্তে যেতে পারবেন যাত্রীরা৷ জুলাই থেকে সেপ্টেম্বর এবং জানুয়ারি থেকে মার্চের মধ্যেই টিকিটের চাহিদা সবচেয়ে কম থাকে বলে বিমান সংস্থার দাবি৷ সেই কারণেই ওই সময়ে ‘সুপার সেল’ স্কিমের কথা ভেবেছে এয়ার ইন্ডিয়া৷

চলতি মাসেই বিমান টিকিটে বড়সড় ছাড় দিয়েছিল স্পাইস জেট, ইন্ডিগো ও এয়ার এশিয়া৷ স্পাইস জেটে যাওয়া অথবা আসার টিকিটের মূল্য ধার্য হয়েছিল ৫১১ টাকা৷ আবার ৮০০ টাকার অফারটি দিয়েছিল ইন্ডিগো৷ তবে এয়ার ইন্ডিয়ার অফারটিতে কোনও অতিরিক্ত ট্যাক্স দিতে হবে না৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement