Advertisement
Advertisement

Breaking News

Air India

‘আমার ব্যাগে বোমা’, এয়ার ইন্ডিয়ার যাত্রীর চিৎকারে হুলস্থুল! গ্রেপ্তার অভিযুক্ত

কোচির আন্তর্জাতিক বিমানবন্দরে শোরগোল পড়ে যায় এই ঘটনায়।

Air India passenger arrested at Kochi airport for 'bomb in my bag' remark
Published by: Biswadip Dey
  • Posted:August 11, 2024 1:55 pm
  • Updated:August 11, 2024 3:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের সাতসকালে হুলস্থুল কেরলের কোচির আন্তর্জাতিক বিমানবন্দরে। এক্স রে ব্যাগেজ ইন্সপেকশন সিস্টেমের চেকপয়েন্টে পৌঁছতেই তিনি চেঁচিয়ে ইঙ্গিত করে ওঠেন, তাঁর ব্যাগে বোমা রয়েছে। এর পরই হইচই পড়ে যায় সেখানে। গ্রেপ্তার করা হয় এয়ার ইন্ডিয়ার সেই যাত্রীকে। তবে বিমানটি সময়েই ছেড়েছে বলে উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে।

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, চেকিং চলার সময় আচমকাই এয়ার ইন্ডিয়ার (Air India) যাত্রী ৪২ বছরের মনোজ কুমার এক সিআইএসএফ অফিসারকে বলেন, ”আমার ব্যাগে কি কোনও বোমা রয়েছে?” একথা বলার সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত খবর যায় বম্ব স্কোয়াডে। কিন্তু যাত্রীর কেবিন ও ব্যাগ ইত্যাদি চেক করে দেখা যায় কিছুই নেই। মনোজ কুমারকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: নিরাপত্তায় মোতায়েন সেনা, আতঙ্ক কাটিয়ে বাংলাদেশের বেশিভাগ থানায় কাজ শুরু পুলিশের

প্রসঙ্গত, গত জুনে একই ধরনের ঘটনার সাক্ষী হয়েছিল কলকাতাও। লাগেজ চেকের সময় পুনেগামী বিমানের যাত্রী দাবি করেন তাঁর ব্যাগে বোমা রয়েছে। স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়ায় বিমান ও বিমানবন্দরে। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। আটক করা হয় ওই যাত্রীকে। তারও আগে এপ্রিলের শেষদিকে পরপর দুবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেবার মেল পাঠানো হয়েছিল কর্তৃপক্ষকে। হুমকি দেওয়া হয়, বিমানবন্দর উড়িয়ে দেওয়া হয় বলে। তার পরই CISF জওয়ানরা চিরুনি তল্লাশি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও কিছু মেলেনি। কোথা থেকে মেল এসেছিল, সেই হদিশও পাওয়া যায়নি।

[আরও পড়ুন: প্রবল চাপের মুখে পদত্যাগ বাংলাদেশ সুপ্রিম কোর্টের ‘হাসিনাঘনিষ্ঠ’ প্রধান বিচারপতির!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement