Advertisement
Advertisement
যৌন হেনস্তা

‘স্বমেহন করেন?’, মহিলা পাইলটকে আপত্তিকর প্রশ্ন করে বিতর্কে কমান্ডার

এয়ার ইন্ডিয়াকে চিঠি লিখে যৌন হেনস্তার অভিযোগ জানিয়েছেন ওই বিমানচালক৷

Air India is investigating a senior captain for alleged sexual harassment

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:May 15, 2019 2:58 pm
  • Updated:May 15, 2019 2:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মক্ষেত্রে যৌন হেনস্তার অভিযোগ নতুন নয়৷ এবার সেই তালিকায় নাম জুড়ল এয়ার ইন্ডিয়ারও৷ কমান্ডার এবং সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে সরব এক মহিলা বিমানচালক৷ অভিযোগ, প্রায়শই সহকর্মী এবং কমান্ডার ওই বিমানচালককে স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেন৷ এমনকী, তাঁকে স্বমেহন সম্পর্কে প্রশ্ন করা হত৷ কাজের জায়গার বাইরেও বারবার ফোন করে বিরক্ত করা হত বলেও অভিযোগ ওই মহিলা বিমানচালকের৷

[ আরও পড়ুন: ‘বিজেপি নয়, সহানুভূতি কুড়োতে তৃণমূলই মূর্তি ভেঙেছে’, বিস্ফোরক অমিত শাহ]

দিল্লির দুই মহিলা বিমানচালক ৫ মে প্রশিক্ষণের জন্য হায়দরাবাদে গিয়েছিলেন। সেখানেই যৌন হেনস্তার ঘটনা ঘটে বলে অভিযোগ। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে এ বিষয়ে একটি চিঠিও লেখেন ওই মহিলা বিমানচালক। চিঠিতে তিনি লিখেছেন,‘‘আমরা চিলির রেস্তরাঁয় গিয়েছিলাম। সেখানেই এই কাণ্ড শুরু হয়। তিনি বলতে থাকেন, তাঁর বিবাহিত জীবন কতটা দুঃখের ও হতাশার। বিমানে অন্য মেয়েদের প্রতিও অশ্লীল মন্তব্য করেন তিনি। আমি কীভাবে স্বামীর সঙ্গে সময় কাটাই, সেই বিষয়েও প্রশ্ন করেন কমান্ডার এবং তাঁর সহকর্মী। রোজ কি আমার যৌন মিলনের প্রয়োজন হয় না? আমি কি হস্তমৈথুন করি? এমনই নানা প্রশ্ন করা হয় আমাকে৷ এসব শুনে অস্বস্তি লাগছিল৷ তাই ওই কমান্ডারকে জানাই, এসব নিয়ে আমি কথা বলতে চাই না। বাড়ি ফিরে যাওয়ার জন্য এরপর একটি ক্যাব ডাকি।’’ ওই বিমানচালকের আরও অভিযোগ, সেখানেই সেই পর্ব মেটেনি। ঘরে ফেরার পর কমান্ডার আবারও বিমানচালককে ফোন করে বলে অভিযোগ৷ ফোনেও এমনই অস্বস্তিকর নানা প্রশ্ন করা হয়৷

Advertisement

[ আরও পড়ুন: মোদিকে হারাতে রাহুলকে প্রধানমন্ত্রী পদে সমর্থন? তৃণমূল সূত্রে মিলল ইঙ্গিত]

প্রথম কয়েকবার সৌজন্যের খাতিরে ফোন ধরে কথা বলেছিলেন ওই বিমানচালক৷ তবে পরে সবটা বুঝতে পেরে ফোন ধরা বন্ধ করে দেন তিনি৷ বাধ্য হয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে চিঠি পাঠান মহিলা৷ লিখিত আকারে অভিযোগও জানান তিনি৷ এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement