সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য দিল্লি বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর দু’টি বিমান৷ জানা গিয়েছে, শুক্রবার রানওয়েতে মুখোমুখি চলে আসে দুই বিমান৷ ওই ঘটনার কিছুক্ষণ পরেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান৷
জানা গিয়েছে, এদিন সকাল ১১ টা নাগাদ গোয়া গামী AI 156 নম্বরের এয়ার ইন্ডিয়ার একটি বিমান এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশ মতো উড়ান ভরার জন্য তৈরি হয়৷ কিন্তু রানওতে একই সময় আরেকটি বিমানকে নামতে দেখে সিদ্ধান্ত বদল করে উড়ান স্থগিত রাখেন বিমানচালক৷ সূত্রের খবর, বিমানবন্দরে অবতরণ করার সময় রানওয়েতে এয়ার ইন্ডিয়ার বিমানটিকেও দেখতে পান ইন্ডিগো বিমানের চালক৷ তাই শেষ মুহূর্তে অবতরণ না করে ফের উড়ান ভরেন তিনি৷ অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষের থেকে রক্ষা পায় দু’টি বিমান৷
তবে কী কারণে এই মারাত্মক ভুল হয়েছে তা এখনও স্পষ্ট নয়৷এই ঘটনার তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ১২২ জন যাত্রী ছিলেন৷ ওই ঘটনার পর প্রায় দুপুর একটা নাগাদ বিমানটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়৷ এছাড়া, ইন্ডিগো-র রাঁচি থেকে আশা 6E398 নম্বরের ইন্ডিগো বিমানটি প্রায় ২৭ মিনিট পর দিল্লি বিমানবন্দরে অবতরণ করে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.