সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ পাইলটের পর এবার করোনায় আক্রান্ত এয়ার ইন্ডিয়ার হেডঅফিসের এক কর্মী। সংক্রমণ এড়াতে তাই সিল করে দেওয়া হল দিল্লির হেডকোয়ার্টার। আগামী দু’দিন এয়ার ইন্ডিয়ার মূল অফিস বন্ধ থাকবে। অফিস সম্পূর্ণ স্যানিটাইজেনের পরই তা খোলা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার থেকে বন্ধ থাকবে এয়ার ইন্ডিয়ার মূল কার্যালয়।
সোমবার সন্ধ্যায় গুরুদ্বার রাকাবগঞ্জ রোডের অবস্থিত এয়ার ইন্ডিয়ার অফিসের এক কর্মচারীর দেহে করোনার সন্ধান পাওয়া যায়। সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, “এরপরই বিমানসংস্থার মূল ভবনটি মঙ্গলবার ও বুধবারের জন্য সিল করে দেওয়া হয়েছে।” সম্প্রতি এয়ার ইন্ডিয়া বর্তমানে ‘বন্দে ভারত’ মিশনে অংশ নিয়েছে। যার কারণে এই সংস্থার বিমান ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত ১২টি দেশ থেকে প্রায় ১৫ হাজার আটকে পড়া ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছে। সেখান থেকেই হেড অফিসেক কর্মীর দেহে করোনা সংক্রমণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। অফিসের বাকিদের কোয়ারেন্টাইনে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবারই এয়ার ইন্ডিয়ার ৫ পাইলটের দেহে করোনা ভাইরাসের সন্ধান মেলে। মুম্বইয়ের বাসিন্দা পাঁচ পাইলট শেষবার গত ২০ এপ্রিল বিমান উড়িয়েছিলেন। বর্তমানে তাঁরা বিদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের কাজে নিযুক্ত। এদিনই মুম্বই বিমানবন্দরে ৩২৬ জন ভারতীয়কে নিয়ে লন্ডন থেকে এসে পৌঁছেছে একটি বিমান। গত ৭ মে থেকে ইটালি, ইরান-সহ বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের আনার ব্যবস্থা করেছে কেন্দ্র। মোট ৬৪টি বিমান চালাবে উদ্ধারকাজ। বাড়ি ফিরতে পারবেন প্রায় ১৫ হাজার নাগরিক। তেমনই বোয়িং ৭৮৭-র দায়িত্বে ছিলেন আক্রান্ত ওই পাঁচ পাইলট। চিনে কার্গো ফ্লাইট নিয়ে যাওয়ার দায়িত্বে ছিলেন তাঁরা বলে জানায় এয়ার ইন্ডিয়া। তবে সোমবার সন্ধেবেলা তাঁদের দ্বিতীয় দফার করোনা পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে এই পাঁচজনেরই রিপোর্ট নেগেটিভ আসে। গোটা ঘটনায় ধন্দে কর্তৃপক্ষ। তার মধ্যেই সংস্থার হেড অফিসের এক কর্মীর দেহে মিলল করোনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.