সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটির সময় হয়ে গিয়েছে। তাই মাঝপথে যাত্রীদের ছেড়ে বাড়িমুখো হাঁটা ধরলেন পাইলট। অগত্যা কয়েক ঘণ্টা অপেক্ষার পর বাসেই গন্তব্যে যেতে হলে যাত্রীদের। এই কাণ্ডটি ঘটেছে দেশের প্রথম সারির বিমানসংস্থা এয়ার ইন্ডিয়াতেই।
আসলে এই মুহূর্তে দূষণে নাজেহাল অবস্থা রাজধানী দিল্লির। তাই অনেক বিমান দিল্লিতে সময়মতো অবতরণ করানো সম্ভব হচ্ছে না। এয়ার ইন্ডিয়ার এয়ারবাস এআই-২০২২ বিমানটিকেও নির্ধারিত সময়ে একই কারণে দিল্লিতে অবতরণ করানো যায়নি। সেটাকে সরিয়ে দেওয়া হয় জয়পুরে। সেখানেই অবতরণ করে বিমানটি। বিমানটিতে সেটিতে ১৮০ জনের বেশি যাত্রী ছিলেন।
রবিবার স্থানীয় সময় রাত ১০টায় প্যারিস থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ওই বিমানটি। সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটে দিল্লি পৌঁছনোর কথা ছিল সেটির। কিন্তু দূষণের জন্য সেটি দিল্লিতে নামতে পারেনি। কারণ, ওই বিমানের পাইলট কম দৃশ্যমানতায় বিমান অবতরণে অভ্যস্ত ছিলেন না। অগত্যা বিমানটিকে অবতরণ করানো হয় জয়পুরে। বিমানবন্দর সূত্রের খবর, জয়পুরে অবতরণের পর অনেকক্ষণ অপেক্ষা করেও দিল্লির উদ্দেশে ওড়ার অনুমতি পাননি পাইলট। এর মাঝে আবার তাঁর ডিউটির সময় পেরিয়ে যায়। অভিযোগ, এরপরই তিনি যাত্রীদের ফেলে বিমান ছেড়ে সোজা বাড়িমুখো হাঁটা দেন।
ওই পরিস্থিতি যাত্রীদের বিমানবন্দরেই অপেক্ষা করতে হয় বেশ কয়েক ঘণ্টা। কিছুক্ষণ অপেক্ষার পর যাত্রীরা বিক্ষোভ শুরু করেন। তখন জানা যায়, পাইলট চলে গিয়েছেন। তাঁদের জন্য বিকল্প বিমান বা পাইলটের ব্যবস্থাও করা হয়নি। ৯ ঘণ্টা অপেক্ষা করার পর অবশেষে যাত্রীরা বাস এবং ট্যাক্সি করে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। এয়ার ইন্ডিয়া সরকারিভাবে এ নিয়ে কোনও বিবৃতি দেয়নি। তবে সূত্রের দাবি, ওই বিমানসংস্থা বিকল্প বিমানের ব্যবস্থা না করার কারণ, সেটা করতে গেলে যাত্রীদের আরও অপেক্ষা করতে হত। তুলনায় বাসে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.