Advertisement
Advertisement

দীর্ঘতম আকাশপথে বিমান চালিয়ে রেকর্ড গড়ল এয়ার ইন্ডিয়া

আগামী দু'বছর এই পথই বিশ্বের দীর্ঘতম বিমানপথের স্বীকৃত পাবে বলে মনে করা হচ্ছে৷

Air India flies from Delhi to San Francisco, sets record
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 2:06 pm
  • Updated:September 16, 2020 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার এক বিমানেই দিল্লি থেকে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পৌঁছে যাওয়া যাবে সান ফ্রান্সিসকোয়৷ দীর্ঘতম এই আকাশ পথ চালু করে বিশ্বের রেকর্ড বুকে নাম তুলল এয়ার ইন্ডিয়া৷

গত সপ্তাহ পর্যন্ত আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে সান ফ্রান্সিসকোগামী বিমান উড়ে যেত দিল্লি থেকে৷ এবার সেই যাত্রা পথের পরিবর্তন ঘটল৷ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাওয়া এই নয়া পথ প্রায় ১৪,০০০ কিলোমিটার দীর্ঘ৷ দিল্লি-সান ফ্রান্সিসকো বিমানটি ১৪ ঘণ্টা ৫০ মিনিটে মোট ১৫,৩০০ কিলোমিটার পথ অতিক্রম করবে৷ যাত্রা পথ দীর্ঘ হলেও বিমান কিন্তু আগের চেয়ে দু’ঘণ্টা কম সময়েই যাত্রীদের গন্তব্য পৌঁছে দেবে৷ কীভাবে? কারণ এই পথে বিমান হাওয়ার অনুকূলে এগিয়ে যাবে৷ যে কারণে তা সময় কম নেবে৷

Advertisement

এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানান, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে৷ হাওয়াও বইছে সেদিকেই৷ বাতাসের প্রতিকূলে বিমান চালালে স্বাভাবিকভাবেই গতি কমে যায়৷ এক্ষেত্রে তেমনটা হবে না৷ আটলান্টিকের উপর দিয়ে যাওয়ার সময় বিমানের গতিবেগ যেখানে প্রতি ঘণ্টায় থাকত ৭৭৬ কিলোমিটার, সেখানে প্রশান্ত মহাসাগরের উপরের যাত্রাপথে বিমান ছুটছে প্রতি ঘণ্টায় ৯৩৮ কিলোমিটার গতিতে৷ দিল্লি-সান ফ্রান্সিসকো ভায়া আটলান্টিক ছিল বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম আকাশপথ৷ এবার এমিরেটসের দুবাই-অকল্যান্ড যাত্রাপথকেও টেক্কা দিল এই নয়া আকাশ পথ৷

আগামী দু’বছর এই পথই বিশ্বের দীর্ঘতম বিমানপথের স্বীকৃত পাবে বলে মনে করা হচ্ছে৷ কারণ তাকেও টপকে যেতে প্রস্তুত হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স৷ সিঙ্গাপুর থেকে ১৯ ঘণ্টায় ১৬,৫০০ কিমি পথ পেরিয়ে নিউইয়র্ক পৌঁছবে এই সংস্থার বিমান৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement