ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাইলট ও ক্রু সদস্যদের সুরক্ষা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করায় এয়ার ইন্ডিয়াকে (Air India) ৮০ লক্ষ টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)। গত ১ মার্চ এ ব্যাপারে বিমান সংস্থাকে নোটিস পাঠিয়েছিল ডিজিসিএ। অতঃপর ধার্য করা হল জরিমানা।
গত জানুয়ারি মাসে ডিজিসিএ-এর অডিটে উঠে আসে পাইলট ও ক্রু সদস্যদের সুরক্ষা সংক্রান্ত একাধিক নিয়ম ভেঙেছে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। যেখানে ক্রু মেম্বারদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হয়নি। দুটি উড়ানের মাঝে পাইলটদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হয়নি। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও বিমানকর্মীদের ওভার টাইমে কাজ করানো হয়েছে বলে ডিজিসিআই-এর অডিটে প্রকাশ্যে আসে। এই বাড়তি ডিউটির সময়কে ট্রেনিং রেকর্ড হিসেবে দেখানো হয়। এছাড়াও, ষাটোর্ধ্ব এক ক্রু মেম্বারকে নিয়ে যাত্রা করে বিমানটি। যা বিমানের সুরক্ষা এবং যাত্রী সুরক্ষা লঙ্ঘনের সামিল। এমন একাধিক অভিযোগের জেরে ১৯৩৭ সালের এয়ারক্রাফটস আইনে জরিমানা করা হয় এয়ার ইন্ডিয়াকে।
অবশ্য এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এই প্রথম নয়, এর আগে এক বৃদ্ধ যাত্রীকে হুইল চেয়ার না দেওয়ায় ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয় এয়ার ইন্ডিয়াকে। গত ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ার না পাওয়ায় স্ত্রীর সঙ্গে হাঁটতে বাধ্য হন টার্মিনালের দিকে, যার জেরে অসুস্থ হয়ে মারা যান ৮০ বছরের ওই বৃদ্ধ। সেই ঘটনার পর এবার বিমানের সুরক্ষা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনে ৮০ লক্ষ টাকা জরিমানা করা হল এয়ার ইন্ডিয়াকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.