ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝআকাশে সহযাত্রীর গায়ে প্রস্রাব! গোটা ঘটনা জানার পরও সঙ্গে সঙ্গে অভিযুক্তর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি এয়ার ইন্ডিয়া। বরং গোটা বিষয়টিকে কার্যত ধামাচাপা দেওয়ারই চেষ্টা করা হয়েছিল। এবার সেই ‘অপরাধে’ বিমান সংস্থাটিকে ৩০ লক্ষ টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেরানেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)।
নিয়ম ভঙ্গের অভিযোগে শুধু বিমান সংস্থাকে জরিমানাই নয়, ওই বিমানটির প্রধান পাইলটের লাইসেন্সও সাসপেন্ড করা হয়েছে। এয়ার ক্রাফ্টের ১৪১ নম্বর আইন লঙ্ঘনের জন্য তিন মাসের জন্য নির্বাসিত তিনি। পাশাপাশি বিমানে পরিবেষার জন্য যে কর্মীরা ছিলেন, তাঁদের ডিরেক্টরকেও তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নিজের কাজ সঠিক ভাবে করতে পারার অভিযোগে তাঁকে জরিমানা করা হয়েছে।
গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক (New York) থেকে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে দিল্লি ফেরার সময় ৭০ বছর বয়সি এক বৃদ্ধার গায়ে মূত্রত্যাগ করে অভিযুক্ত শংকর মিশ্র। অভিযোগ, বিমানের বিজনেস ক্লাসে আচমকাই তাঁর গায়ে প্রস্রাব করেন ওই ব্যক্তি। অধিকাংশ যাত্রী ঘুমন্ত থাকার কারণে ঘটনাটি সকলের নজর এড়িয়ে যায়। বিমানের কর্মীদের এই ঘটনা জানালে তাঁরা ওই বৃদ্ধাকে পরিষ্কার জামাকাপড় পরে ঘুমিয়ে পড়তে নির্দেশ দেন। এই বিষয়টি নিয়ে তিনি যেন মুখ না খোলেন, সেই কথাও বলা হয় বৃদ্ধাকে। পরে বৃদ্ধা এর বিরুদ্ধে অভিযোগ জানালে গত ৬ জানুয়ারি গ্রেপ্তার করা হয় শংকরকে। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে তিনি।
Air India (AI) passenger urinating case of Nov 26 |
DGCA imposes a fine of Rs 30 lakhs on Air India for violation of rules, suspends the license of Pilot-In-Command of the flight for 3 months for failing to discharge his duties&Rs 3 lakhs fine on AI’s Director-in-flight services— ANI (@ANI) January 20, 2023
বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া জানিয়ে দেয়, অভিযুক্ত শংকরের উপর আগামী চার মাসের জন্য বিমানযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ডিজিসিএ-র তদন্তে খুশি নন শংকর। তাঁর আইনজীবী জানিয়েছেন, সিদ্ধান্তকে তাঁরা মেনে নিচ্ছেন, কিন্তু সব তথ্য সঠিক নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.